সোনালী আঁশের এজিএম স্থগিত

সিসিএন ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশের ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। কোম্পানিটির এজিএম গতকাল ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সোনালী আঁশের ঘোষিত স্টক ডিভিডেন্ডের সম্মতি দিয়েছে। কোম্পানির এজিএমের নতুন তারিখ এবং স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সোনালী আঁশ ১১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ১০০ শতাংশ স্টক ডিভিডেন্ড।