সিসিএন ডেস্ক : পুঁজিবাজারে সিরামিকস খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের উৎপাদন লাইন-২ সচল হয়েছে। মেরামত কাজের জন্য গত ২৬ নভেম্বর থেকে বন্ধ হওয়া উৎপাদন লাইনটি প্রায় আড়াই মাস পর সচল হলো।
কোম্পানিটি জানায়, মেরামত কাজের জন্য গত ২৬ নভেম্বর থেকে বন্ধ থাকা উৎপাদন লাইন-২ চালু করে দেওয়া হয়েছে। এতে সময় লেগেছে প্রায় আড়াই মাসের মতো। যদিও কোম্পানিটি দুই মাস সময় লাগবে বলে জানিয়েছিলো। এ সময় উৎপাদন লাইন ১, ৩ ও ৪ চালু ছিলো।
এর আগে মেরামতের কাজে উৎপাদন লাইন-১ বন্ধ করা হয়। এই লাইনটি সংস্কার করতে কোম্পানিটি সাড়ে তিন মাস সময় লাগিয়েছিলো।