সিএন ডেস্ক : নতুন শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে কোম্পানিটি মূলধন বাড়ানোর অনুমোদন পেয়েছে।
সূত্র অনুসারে, কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৬৭ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকা। তাতে নতুন শেয়ার ইস্যু করে তা বাড়িয়ে ৭৩ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকায় উন্নীত করবে।
জানা যায়, ওয়াইম্যাক্স জো হোল্ডিংসের ৫৭ লাখ ৬০ হাজার শেয়ার, ওফেনহ্যাফেন হোল্ডিংসের ১ লাখ ২০ হাজার এবং এনজে হোল্ডিংস লিমিটেডের ১ লাখ ২০ হাজার শেয়ার ইস্যু করে মূলধন বাড়াবে কোম্পানিটি।
প্রসঙ্গত, ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াইম্যাক্স ইলেকট্রোডস বর্তমানে ‘বি’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৭০ কোটি টাকা। সর্বশেষ গত ৩০ মার্চ ২০২৩ সালে প্রতিষ্ঠানটি এজিএম অনুষ্ঠিত হয়েছে সে সময় বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংভ প্রদান করেছিল। এছাড়া ২০২০ সালে ৫ শতাংশ বোনাস, ২০১৯ সালে ১২.৫ শতাংশ বোনাস, ২০১৮ সালে ১২.৫ শতাংশ এবং ১০১৭ সালে ১০ শতাংশ বোনাস দিয়েছিল।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৭০ লাখ ৮৪ হাজার, ৭৮১টি । এর মধ্যে ৩০.০১ শতাংশ রয়েছে উদ্যেক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ৩০ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৯ দশমিক ৬৯ শতাংশ শেয়ার রয়েছে।