মুন্নু অ্যাগ্রোর ক্রেডিট রেটিং সম্পূর্ণ

সিসিএন ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু অ্যাগ্রো মেশিনারিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড।

মুন্নু অ্যাগ্রোর দীর্ঘ মেয়াদে “এ৩” এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হলো ২০১৭ সালে ৫২.২৫ টাকা, ২০১৮ সালে ৫৩.৩০ টাকা, ২০১৯ সালে ১৪.৫৯ টাকা, ২০২০ সালে ১৪.২৮ টাকা, এবং ২০২১ সালে ১৩.৬২ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরের কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০২০ সালে ১০ শতাংশ, এবং ২০২১ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে । কোম্পানিটি গত ৫ বছরে বোনাস শেয়ার ঘোষনা করেছে আর তা হচ্ছে ২০১৭ সালে হলো ১৫ শতাংশ, ২০১৮ সালে ৩৫০ শতাংশ, ২০১৯ সালে ২০ শতাংশ, এবং ২০২০ সালে ১০ শতাংশ।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে ১৯৮২ সালে দেশের প্রদান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্রচেন্জ তালিকাভুক্ত হয়। কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমান ২ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা । কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৭৩ লাখ ২ হাজার ৪০০ টি । তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৫.৬৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠনিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৮.৩৪ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীদের নিকট রয়েছে ০০.৫ শতাংশ শেয়ার, বাকি শেয়ারের ৫৫.৯৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের এই কোম্পানি বর্তমানে মার্কেটে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।