ডিএসই স্মার্ট বাংলাদেশের অটোমেশনের হাব হতে পারে
ডিএসই চেয়ারম্যানস্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শততম ইস্যু হিসেবে টেকনো ড্রাগস লিমিটেড-এর শেয়ার প্রো-রাটার (Pro-rata) ভিত্তিতে বরাদ্দ দেয়া হয়৷ আজ ০২ জুলাই ২০২৪ তারিখে ডিএসই ট্রেনিং একাডেমিতে এই বরাদ্দ প্রদান করা হয়৷