ফরাসি নির্বাচনের প্রথম পর্বে জয়ের পথে দক্ষিণপন্থিরা
বুথ ফেরত সমীক্ষা বলছে, মারিন লা পেনের দল প্রথম পর্বে ৩৪ শতাংশ ভোট পেতে পারে। পিছিয়ে বামপন্থি জোট এবং এমানুয়েল মাক্রোঁর দল। নির্বাচনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহান্তে। তার আগে বুথ ফেরত সমীক্ষা বলছে, ৫৭৭ আসনের ফরাসি পার্লামেন্টে মারিন লা পেনের আরএন দল ২৪০ থেকে ২৭০টি আসন পেতে পারে।