সিসিএন ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন, কোনো রোগী যেনে চিকিৎসা নিতে দেশের বাইরে না যায়, সেই স্বপ্ন পূরণে দেশের মধ্যেই সব রোগের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের দেশেই স্বল্প খরচে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হবে।’
বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
ডা. শারফুদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমরা সুপার স্পেশালাইজড হাসপাতালটি পেয়েছি। গত ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এই হাসপাতালটি উদ্বোধন করেন। এই বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক কাজ করেছি। প্রায় ১ লাখ ইনভেস্টিগেশন (অনুসন্ধান) করেছি। ৫০ হাজারের মতো রোগী আমাদের এখানে এসেছে। এক হাজারের মতো রোগী এখানে ভর্তি হয়েছে। আমরা এখানে অনেক অপারেশন করেছি, যা মানসম্পন্ন। এছাড়া এখানে কিডনি ট্রান্সপ্লান্ট, জোড়া শিশু আলাদা, জয়েন্ট অ্যান্ড হিপ রিপ্লেসমেন্ট করাসহ আমরা এখানে অনেক কাজ করেছি।’
তিনি বলেন, ‘আমরা অনেক সেবা দিয়েছি, যে সেবাগুলোর জন্য আমাদের দেশের রোগীরা বাইরের দেশে চিকিৎসা নিতে যায়। বন্ধ্যাত্বের জন্য রোগীরা বাইরে যায়। আমরা এই সেবাটার জন্যও কাজ করতে চাইছি। আমরা এখানে থেরাপির মাধ্যমে টেস্টটিউব বেবি করেছি। আমরা জোড়া শিশু সেপারেট করছি। কিডনি ট্রান্সপ্লান্টও এখানেই করবে। যার খরচ আমাদের দেশে ৩ লাখ বাইরের দেশে ৪০ লাখ। লিভার ট্রান্সপ্লান্টও আমরা এখানে করবে, যার খরচ আমাদের এখানে ২০ লাখ টাকা আর বাইরের দেশে এক কোটি টাকা।’
উপাচার্য আরও বলেন, ‘আমাদের এখানের কার্যক্রম আরও গতি পাবে যদি আমরা আমাদের সকল ম্যানপাওয়ার এবং আমাদের যে আর্থিক সহযোগিতা প্রয়োজন সেটা সম্পূর্ণ করতে পারি। আর কোরিয়া থেকে যেসব যন্ত্রপাতি আসার কথা সেগুলো আশা করি খুব শিগগিরই পেয়ে যাব। তারপর আমরা শতভাগ চিকিৎসা সেবা চালু করতে পারব।’