শেয়ার বাজার

আজ পুঁজিবাজারে সবগুলো সূচকেই ঋণাত্মক পরিবর্তন

আজ পুঁজিবাজারে সবগুলো সূচকেই ঋণাত্মক পরিবর্তন
পুঁজিবাজার

ক্যাশ ক্যাপিটাল নিউজ : আ জ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১০টি কোম্পানির ৯ কোটি ৭৮ লক্ষ ১৫ হাজার ৮০৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫০০ কোটি ৭৪ লক্ষ ৭ হাজার ৪৫০ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২৮.৮১ পয়েন্ট কমে ৬৩৮০.৯৩ পয়েন্ট, ডিএস—৩০ মূল্য সূচক  ৯.২৫ পয়েন্ট কমে ২১৩৬.৮৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.৯৩ পয়েন্ট কমে ১৩৫৮.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১২টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫০টি কোম্পানীর শেয়ার। আজ ডিএসই’র বাজার মূলধন:— ৭৭৭৬২৬০৫৭৬০৯৩.০০।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:— ফু—ওয়াং ফুড, ইস্টার্ন হাউজিং, ইউনিয়ন ইন্সু্যরেন্স, খান ব্রাদার্স পিপি, জেমিনী সী ফুড, প্যারামাউন্ট ইন্সু্যরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, রিপাবলিক ইন্সু্যরেন্স ও ক্রিস্টাল ইন্সু্যরেন্স।  

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:— ইউনিয়ন ইন্সু্যরেন্স, প্যারামাউন্ট ইন্সু্যরেন্স, কর্ণফূলী ইন্সু্যরেন্স, বিডিকম অনলাইন, নিটল ইন্সু্যরেন্স, বিডি থাই, মুন্নু এগ্রো, এশিয়া প্যাসিফিক জেঃ ইন্সু্যরেন্স, ডেফোডিল কম্পিউটার ও লাফার্জহোলসিম বাংলাদেশ। 

দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:— অগ্রনী ইন্সু্যরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ,  ফু—ওয়াং ফুড, ক্রিস্টাল ইন্সু্যরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, তশরিফা ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসী ফুটওয়্যার, ইয়াকিন পলিমার ও জনতা ইন্সু্যরেন্স।     

লভ্যাংশ প্রদান

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। 

জানা গেছে, কোম্পানিটির নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ  করা হয়েছে। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। 

পরিচালনা পর্ষদের সভা

ইনটেক লিমিটেড : আগামী ০১ অক্টোবর বিকাল৬ টায় ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, আলোচ্য সময় কোম্পানির সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন সাপেক্ষে তা প্রকাশ করবে পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। কোম্পানিটি সর্বশেষ গত ২২ মার্চ ২১ তারিখে এজিএম অনুষ্ঠিত  হয়েছেল সে সময় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এছাড়া পর্যায়ক্রমে- ১১শতাংশ ২০১৮, ১০শতাংশ ২০১৭, ১০শতাংশ ২০১৬, ১০শতাংশ ২০১৪, ১০শতাংশ ২০১৩, ১০শতাংশ ২০১২, ১০শতাংশ ২০১১, ১০শতাংশ ২০১০, ১০শতাংশ ২০০৯, ১০শতাংশ ২০০৮, ১০শতাংশ ২০০৭, ১০শতাংশ ২০০৬, ১৫শতাংশ ২০০৫ এবং ১৫শতাংশ ২০০৪ সালে প্রদান করেছিল। 

মিরাকেল ইন্ডাস্ট্রিজ : আগামী ২৫ সেপ্টেম্বর বিকাল ৩ টায় মিরাকেল ইন্ডাস্ট্রিজ -এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, আলোচ্য সময় কোম্পানির সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে ২০২১, ২০২২ এবং ২০২৩ সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন  পর্যালোচনা ও অনুমোদন সাপেক্ষে তা প্রকাশ করবে পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। কোম্পানিটি সর্বশেষ গত ২৬  ডিসেম্বর ২০ তারিখে এজিএম অনুষ্ঠিত হয়েছেল সে সময় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এছাড়া পর্যায়ক্রমে- ৪শতাংশ ২০১৯, ৮শতাংশ ২০১৮, ৭শতাংশ ২০১৭, ৮শতাংশ ২০১৬, ৭শতাংশ ২০১৫, ৫শতাংশ ২০১৪, ৫শতাংশ ২০১৩, ৫শতাংশ ২০১২, ৫শতাংশ  ২০১১, ৫শতাংশ ২০১০, ১০শতাংশ ২০০৭ এবং ৬.২৫ শতাংশ ২০০৪ সালে প্রদান করেছিল।

মূল্য সংবেদনশীল তথ্য 

দেশ জেনারেল ইন্স্যুরেন্স : অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১০ দিন দেশ জেনারেল ইন্স্যুরেন্স এর দর ছিল পর্যায়ক্রমে 

২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৪ সেপ্টেম্বর, সোমবার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে জানা যায় কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।সূত্র জানায়, কোম্পনিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর, বুধবার । আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার হল্টেড

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। সূত্র মতে, আজ রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ইউনিয়ন ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৬ লাখ ৭৯ হাজার ৩৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সর্বশেষ কার্যদিবসে সর্বশেষ দর ছিল ৬৮ টাকা ৪০ পয়সা।

৭৫ টাকা দরে শেয়ার ইস্যু করবে বিএসসিসিএল

ইকুইটি বা মূলধন বাবদ নেয়া শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে সরকারের অনুকূলে শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। শেয়ার ইস্যুর বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কাছ থেকে সম্মতি পাওয়ার পর গতকাল কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে প্রতিটি শেয়ার ৭৫ টাকা দরে ইস্যু করা হবে। বিএসসিসিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

কারখানার উন্নয়নে ১৫১ কোটি টাকা বিনিয়োগ করবে বিএটিবিসি 

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) কারখানার উন্নয়নে প্রায় ১৫১ কোটি টাকা বিনিয়োগ করবে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় কোম্পানির পরিচালনা পর্ষদ এ অনুমোদন দেয়।

জানা গেছে, কোম্পানিটির সাভার কারখানার স্ট্যান্ডার্ডসহ মোড়ানো উপাদান, পাতা ও উৎপাদিত পণ্য সংরক্ষণের জন্য বন্ডেড গুগাম নির্মাণের জন্য ১০৩ কোটি টাকা, গুদাম ইউটিলিটির বৈদ্যুতিক, আগুন সনাক্তকরণ এবং সুরক্ষা ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ ও বায়ু চলাচল ব্যবস্থা, তথ্যপ্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থার জন্য ২৪ কোটি ৫০ লাখ টাকা, কারখানার কর্মচারিদের সুবিধার জন্য মসজিদ, ক্যান্টিন, প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, কারখানার বর্জ্য ব্যবস্থাপনা ইয়ার্ড, ফায়ার স্টেশন ও সরঞ্জাম গুদাম নির্মাণের জন্য ২১ কোটি ৪০ লাখ টাকা এবং রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট রাস্তা ও ভূগর্ভস্থ ড্রেনেজ ব্যবস্থাপনায় ১ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ করবে।এই বিনিয়োগের মাধ্যমে কোম্পানির সক্ষমতা এবং উৎপাদনশীলতার উন্নতি হবে। কোম্পানির নগদ প্রবাহের উপর ভিত্তি করে অভ্যন্তরীন উৎস এবং ব্যাংকের অর্থায়ন থেকে বিনিয়োগে অর্থায়ন করা হবে।

জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নিলামে ৩৭ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। আনুষঙ্গিক ব্যয় ব্যতীত ৯২ লাখ ৫০ হাজার টাকায় এ জমি কেনার অনুমোদন দেয় কোম্পানিটির পর্ষদ। 

তথ্যানুসারে, জমিটি নিলামে তুলেছিল ঢাকায় ব্যাংক এশিয়া লিমিটেডের প্রগতি সরনি শাখা। জমিটি কিনতে নিবন্ধন ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য অলিম্পিক ইন্ডাস্ট্রিজকে আরো ১৩ লাখ ৪১ হাজার ২৫০ টাকা গুনতে হবে। মোট জমি কিনতে কোম্পানিটির ব্যায়ের পরিমাণ দাঁড়াচ্ছে ১ কোটি ৫ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আরও ৩০.৭৫ ডেসিমেল জমি সোনারগাঁও উপজেলায় বিস্কুট অ্যান্ড কনফেকশনারি ইউনিটের পাশে কিনবে। রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ জমি কিনতে কোম্পানিটির মোট ১ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার টাকা ব্যয় হবে।

দুলামিয়া কটনের কারখানাও বন্ধ

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি দুলামিয়া কটনের কারখানাটি সম্পূর্ণ বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শক দল। 

ডিএসই জানিয়েছে, তাদের একটি পরিদর্শক দল দুলামিয়া কটনের বর্তমান কার্যক্রম দেখার জন্য কোম্পানির কারখানা গত ২৪ সেপ্টেম্বর পরিদর্শনে যায়। কিন্তু কোম্পানিটির কারখানাটি সম্পূর্ণ বন্ধ এবং সিল করা অবস্থায় থাকায় কারখানার ভিতরে প্রবেশ করতে পারেনি দলটি।

শেয়ারবাজারের বেঁধে দেওয়া নিয়ম প্রতিপালন, কারসাজি, উৎপাদনসহ বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখতে তালিকাভুক্ত ১৪ কোম্পানি পরিদর্শনের সিদ্ধান্ত নেয় ডিএসই। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইর এই সিদ্ধান্তে অনুমোদন দেয়।

এরপর ডিএসইর একটি পরিদর্শক দল নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির বর্তমান উৎপাদন অবস্থা দেখতে কারখানা পরিদর্শনে যান। কিন্তু কোম্পানিটির কারখানা প্রাঙ্গণ সম্পূর্ণভাবে বন্ধ থাকায় দলটি ভিতরে ঢুকতে পারেনি এবং কারখানা বর্তমান উৎপাদন অবস্থা পরিদর্শন করতে পারেনি। গত ০৫ সেপ্টেম্বর ডিএসই এই তথ্য জানায়।

ডিএসই পরিদর্শনের অনুমতি পাওয়া অন্য কোম্পানিগুলো হলো – ফরচুন সুজ, ন্যাশনাল ফিড মিলস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সিভিও পেট্রোকেমিক্যাল, ফ্যামিলি টেক্সটাইল, কেয়া কসমেটিকস, খান ব্রাদার পিপি, রিজেন্ট টেক্সটাইল, ঢাকা ডাইং, উসমানিয়া গ্লাস, জাহিন স্পিনিং এবং জাহিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।