সিসিএন ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
তথ্য মতে, কোম্পানিটির বিদায়ী বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। সেখান থেকে সাধারণ বিনিয়োগকারীদের ৯ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ৫৪৭টি শেয়ার বিপরীতে ২০ পয়সা করে মোট ১ কোটি ৯০ লাখ ৭৮ টাকা ৫০৯ পয়সা সাধারণ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে।
এর আগের বছর ২০২১ সালের কোম্পানির ইপিএস হয়েছিল ৩৮ পয়সা। সেই সময়ও ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল শেয়ারহোল্ডারদের। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৯ টাকা ৪০ পয়সা।
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির ডিসেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।