সিসিএন ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৩ ফেব্রুয়ারি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ১৭ টাকা ২ পয়সা। বুধবার ১৪ ফেব্রুয়ারি শেয়ার প্রতি দর বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ৯ পয়সায়। মাত্র ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ টাকা ৭ পয়সা।