শেয়ার বাজার

লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ

লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার

ক্যাশক্যাপিটাল নিউজ ডেস্ক :পুঁজিবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত তিন অর্থবছর ২০২১ থেকে ২৩  হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।সমাপ্ত ৩০ জুন ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৯ পয়সা, যা আগের বছর ৩ টাকা ৭৮ পয়সা ছিল।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৯ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে এনএভি ১৯ টাকা ৯৯ পয়সা ছিল।

সমাপ্ত ৩০ জুন ২০২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৯ পয়সা, যা আগের বছর ৩ টাকা ৭৮ পয়সা ছিল।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৯ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে এনএভি ১৯ টাকা ৯৯ পয়সা ছিল।

সমাপ্ত ৩০ জুন ২০২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৫ পয়সা, যা আগের বছর ৩ টাকা ৬২ পয়সা ছিল।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ৪২ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে এনএভি ৩০ টাকা ৪২ পয়সা ছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ হাইকোর্টের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।

কোম্পানিটি সর্বশেষ গত ২৬ ডিসেম্বর ২০ তারিখে এজিএম অনুষ্ঠিত হয়েছেল সে সময় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। 

এছাড়া পর্যায়ক্রমে- ৪শতাংশ ২০১৯, ৮শতাংশ ২০১৮, ৭শতাংশ ২০১৭, ৮শতাংশ ২০১৬, ৭শতাংশ ২০১৫, ৫শতাংশ ২০১৪, ৫শতাংশ ২০১৩, ৫শতাংশ  ২০১২, ৫শতাংশ ২০১১, ৫শতাংশ ২০১০, ১০শতাংশ ২০০৭ এবং ৬.২৫ শতাংশ ২০০৪ সালে প্রদান করেছিল।