১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে মার্কিন একাধিপত্যবাদের স্বর্ণযুগে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার ইংরেজি নামের আদ্যক্ষর যোগে গঠিত হয়েছিল ব্রিকস। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস সম্মেলনে ওই অর্থনৈতিক ব্লকে ইরানের আনুষ্ঠানিক সদস্যপদ নিশ্চিত হয়। ব্রিকসের বৈঠক আজ থেকে ৩দিন চলবে। চলতি ২০২৪ সালের শুরুতে যে ৫টি দেশ ব্রিকসের নতুন সদস্য হয়েছে তারাও এই বৈঠকে যোগ দিয়েছেন। নতুন সদস্য দেশগুলোর মধ্য থেকে আজকের বৈঠকে যোগ দিয়েছে ইরান, আরব আমিরাত, মিশর এবং ইথিওপিয়া। ব্রিকসের পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে তারা ৩ দিনেও ওই বৈঠকে মতবিনিময় করবেন।
ব্রিকসের মস্কো বৈঠকের উদ্বোধন করেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকফ। ইরানের প্রতিনিধি মাহদি সাফারিসহ সকল দেশের প্রতিনিধি একে একে নিজেদের প্রস্তাব তুলে ধরে বক্তব্য রাখবেন।
ব্রিকস বৈঠকের আজকের অধিবেশনের মূল প্রতিপাদ্য ছিল: শক্তি গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ব্রিকস সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা কাঠামোর উপস্থাপন করা।
আগামীকাল ব্রিকস দেশগুলির প্রতিনিধিদের বৈঠকের দ্বিতীয় দিনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বক্তব্য রাখবেন। আন্তর্জাতিক ব্যবস্থায় বহুপাক্ষিকতার ভিত্তি হিসাবে কৌশলগত অংশীদারিত্বের ব্যাপারে তিনি তাঁর দৃষ্টিভঙ্গি তুল ধরবেন বলে কথা রয়েছে।
পার্সটুডে