সিসিএন ডেস্ক : শনিবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ,বলরামপুর ও নিশ্চিন্তপুর এবং মানিকগঞ্জে চরকাটারী এলাকায় জিওব্যাগ দিয়ে যমুনা নদী তীর প্রতিরক্ষামুলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যপ্রতিমন্ত্রী। তিনি বলেন, আসন্ন রমজান মাসসহ বছরের ১২ মাস দেশের এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে খাদ্য পণ্য সরবরাহ করা হবে।
এদিকে, শনিবারে বরিশাল নগরীর চালের আড়ৎসহ খোলাবাজারে অভিযান পরিচালনা শেষে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, ধানের দাম বাড়ার অজুহাত দেখিয়ে অযৌক্তিক ভাবে চালের দাম বাড়ানো হলে প্রতিষ্ঠান সিলগালাসহ অসাধু ব্যবসায়ীদের রিমান্ডে নেয়া হবে। রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার তৎপর রয়েছে বলেও জানান তিনি।#
পার্সটুডে