শেয়ার বাজার

Circular Economy: A New Path Towards Sustainability” এর মোড়ক উন্মোচন

Circular Economy: A New Path Towards Sustainability” এর মোড়ক উন্মোচন
অর্থনীতি

সিসিএন ডেস্ক : গত ৪ অক্টোবর (বুধবার)২০২৩ হোটেল ওয়েস্টিনে  সিএসআর সেন্টার তাদের বার্ষিক রিপোর্ট “Report on CSR in Bangladesh 2023 Circular Economy: A New Path Towards Sustainability” এর মোড়ক উন্মোচন করে।

সিএসআর সেন্টার তাদের রিপোর্টের মাধ্যমে বাংলাদেশের প্রচলিত বিভিন্ন ধরণের সিএসআর চর্চাগুলো তুলে ধরে। এই রিপোর্টে দেশের আর্থ সামাজিক উন্নতির জন্য এবং এসডিজি বাস্তবায়নে বিভিন্ন স্টেকহোল্ডাররা যে একত্রিত হয়ে কাজ করেন তুলে ধরা হয়। 

কিভাবে বিভিন্ন সেক্টর তাদের ব্যবসার মধ্যে সার্কুলার ইকোনমিকে অন্তর্ভুক্ত করে ব্যবসার সাস্টেইনেবিলিটিকে নিশ্চত করতে পারে তা এই বছরে সিএসআর রিপোর্টের মাধ্যমে প্রকাশ পেয়েছে।  স্ট্র্যাটেজিক কর্পোরেট অংশগ্রহণের মাধ্যমে  সিএসআর ব্যবসা এবং সমাজের উপকার করে এবং সেই সাথে ইতিবাচক প্রভাব তৈরি করে যা কিনা এসডিজির সাথে সম্পর্কিত। রিপোর্টটি কিভাবে ব্যবসাগুলো বৈশ্বিক সাস্টেইনেবিলিটি সংক্রান্ত জ্ঞান অর্জন করতে পারে, সেই সাথে বিদেশের বাজারে প্রবেশ করে তাদের অবস্থা উন্নত করতে পারে সেই পথ দেখায়।

অনুষ্ঠানের প্যানেল বক্তাদের মধ্যে ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন প্রধান এবং এম্বাসেডর চার্লস হোয়াইটলি, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)’র এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ফাহমিদা খাতুন, জাপানীজ এমবাসেডর ইওয়ামা কিমিনোরি, সাউথ কোরিয়ান এমবাসেডর পার্ক ইয়াং-সিক, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এবং সিএসআর সেন্টারের সিইও শাহামিন এস জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএসআর সেন্টার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব ফারুক সোবহান। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বিভিন্ন বেসরকারী সংস্থা, কর্পোরেট সেক্টর, উন্নয়ন সহযোগী, একাডেমিয়া এবং মিডিয়ার প্রতিনিধীগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি