শেয়ার বাজার

ডিএসই’র নতুন এমডি এটিএম তারিকুজ্জামান

ডিএসই’র নতুন এমডি এটিএম তারিকুজ্জামান
পুঁজিবাজার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক এটিএম তারিকুজ্জামান। গত মঙ্গলবার (৮ আগস্ট) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগে অনুমোদন দেয়।

এর আগে গতকাল সোমবার এমডি পদে নিয়োগ চেয়ে এটিএম তারিকুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিহুর রহমান এবং ন্যাশনাল ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন এম নাসেরের নাম কমিশনে পাঠায় ডিএসই কর্তৃপক্ষ। যার আলোকে কমিশন এটিএম তারিকুজ্জামানকে এমডি পদে নিয়োগের অনুমোদন দেয়। গত বছরের সেপ্টেম্বরে ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়ার পদত্যাগের পর ডিএসইতে শীর্ষ নির্বাহীর পদটি শূন্য হয়।

ডঃ এটিএম তারিকুজ্জামান শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম (হিসাববিদ্যা) এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন ।এরপর লন্ডনের সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে আর্থিক ব্যবস্থাপনা (MBA), এবং অস্ট্রোলিয়ার ডেকিন ইউনিভার্সিটি থেকে এমপিএ (মাস্টার অফ প্রফেশনাল অ্যাকাউন্টিং) ও এমকম ( আর্থিক পরিকল্পনা ) বিষয়ে ডিগ্রি অর্জন করেন । অস্ট্রেলিয়ায় পড়াশোনার জন্য তিনি AusAid স্কলারশিপ পেয়েছিলেন। তারপর তিনি অস্ট্রেলিয়ার ওয়েলিংটনের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে পিএইচডি সম্পন্ন করেন।

ডঃ এটিএম তারিকুজ্জামান নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনের একজন লেকচারার। তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (BSEC) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব প্রাপ্ত রয়েছেন । এছাড়াও তিনি নিউজিল্যান্ডের ইনস্টিটিউট অফ ফাইন্যান্স প্রফেশনালস (INFINZ), এবং ইনস্টিটিউট অফ ডিরেক্টরস (IoD), নিউজিল্যান্ডের সদস্য।