শেয়ার বাজার

গত সপ্তাহে পূঁজিবাজারে সব সূচকেই ছিল ঋণাত্মক পরিবর্তন

গত সপ্তাহে পূঁজিবাজারে সব সূচকেই ছিল ঋণাত্মক পরিবর্তন
পুঁজিবাজার

গত সপ্তাহে পূঁজিবাজারের সব সূচকেই ছিল ঋণাত্মক পরিবর্তন । ব্যতিক্রম শুধু বাজার মূলধনের, যা আগের সপ্তাহের চেয়ে ২.২৯ পয়েন্ট বৃদ্ধি পেযেছে।

গত সপ্তাহে ডিএসইএক্স সূচক ৯.৬৫ পয়েন্ট কমে ৬ হাজার ৩২৯.৮৬ পয়েন্টের ঘরে এসে থেমে যায়। সপ্তাহের ব্যবধানে এটি কমে ০.১৫ শতাংশ। গত সপ্তাহে লেনদেন  হয়েছে মোট ৪০৩টি কোম্পানির সিকিউরিটিজের এর মধ্যে ৭৬টি কোম্পানির সিকিউরিটিজের দাম বাড়ে। দাম কমে ৯৬টির এবং দার অপরিবর্তীত ছিল ২১৬টি  কোম্পানির।

গত সপ্তাহের দাম বাড়ার শীর্ষে ছিল-  গোল্ডেন সন, দুলা মিয়া কটন, ইন্ডেক্স এগ্রো ইন্ডাস্টি্রজ, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট, ভানগাড রূপালী ব্যাংক, লিবরা ইনফিউশন, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এআইবি ১ম মিউচুয়্যাল ফান্ড, ভানগাড ১ম. মিউচুয়্যাল ফান্ড এবং মেন্ট্রো স্পিনিং এবং দর হারানোর শীর্ষে ছিল- আমান কঁনন মিল, ইবিএল ১ম মিউচুয়্যাল ফান্ড, এল আর গ্লোবাল মিউচুয়্যাল ফানড, তুং হাই, শাহজি বাজার পাওয়ার, একমি পেস্টিসাইডস, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম,  আর এন স্পিনিং এবং এমারাল্ড অয়েল। 

গত সপ্তাহে শীর্ষ লেনদেনের মধ্যে ছিল- ফু ওয়াং ফুড, সী পার্ল বীচ রিসোর্ট, জেএমআই হসপিটাল, বিডি শিপিং করপোরেশন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, খান ওভেন   ব্যাগ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মেট্রো  স্পিনিং, এমারাল্ড অয়েল এবং ক্রিস্টাল ইন্স্যূরেন্স। 

গত সপ্তাহের আরো একটি ঘটনা বিশেষ ঘটনা নজর কাড়ে। এ সময় বীমা খাতের ডেল্টা লাইফ ইন্সুরেন্সের শেয়ারের দাম কমে ৯.২৫ শতাংশ। এর কারণ দুটি।এর  একটি ম্যনেজমেন্ট বোর্ড  সংশ্লিষ্ট জটিলতার কারণে বোর্ডসভা স্থগিত।  অন্যটি ইন সাইড ট্রেডিং। একটি ব্যাংক কোম্পানির ব্রোকার হাউসের পোর্টফোলিওতে ডেল্টা লাইফের অনেক শেয়ার রয়েছে। এ ব্রোকার হাউস কর্মকর্তাসকালেই জানতে  পারে যে, কোম্পানি পরিচালকদের দ্বন্দের কারণে অনুষ্ঠিতব্য বোর্ড সভা স্থগিত হবে। লভ্যাংশ সংশ্লিষ্ট ডিসক্লোজার আসবে না। 

সে তথ্যের উপর ভর করে সংশ্লিষ্ট ব্রোকার হাউস থেকে বিক্রয় চাপ বাড়ে। তাকে অনুসরণ করে কেউ কেউ। এক্ষেত্রেও ডিএসই’র ভূমিকা প্রশ্ন বিদ্ধ।

ডিএসই সামান্য সময়ের জন্য ডেল্টা লাইফের শেয়ার লেনদেন কর্মকাণড স্থগিত করে কোম্পানির সাথে যোগাযোগ করে প্রকৃত তথ্য সবার জন্য উন্মুক্ত করতে  পারতো।কিন্ত সে চেষ্টা করা হয়নি।

খাত ভিত্তিক লেনদেনে বীমা খাতই এগিয়ে থাকে। রোববার থেকে সাধারণ বীমার শেয়ারের পালে আরও বেশী হাওয়া লাগার সম্ভবনা আছে। কারণ সাধারণ বীমার আয়  বাড়ানোর জন্য বাড়ী- গাড়ীর বীমা বাধ্যতা মূলক করার সিদ্ধান্ত হয়েছে। গতকালই এ ধরনের একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

ম্যারিকো বাংলাদেশের ত্রৈমাসিক মুনাফায় রেকর্ড

ম্যারিকো মূলত ভারত-ভিত্তিক কোম্পানি যার আর্থিক বছর ১লা এপ্রিল থেকে শুরু হয়, প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ১৩৩ কোটি টাকা মুনাফা নিবন্ধন করেছে, ১৪  বছর আগে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির পর থেকে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা। বৃহস্পতিবার প্রকাশিত তার অনিরীক্ষিত আর্থিক বিবৃতি অনুসারে, এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে ৪২.১৮ টাকা, যা এক বছর আগের একই প্রান্তিকে  ছিল ৩২.৬৭ টাকা।রাজস্ব আয় বৃদ্ধি ও বিক্রয়ের খরচ হ্রাসের কারণে কোম্পানিটির জুন ত্রৈমাসিকে বছরে ২৯ শতাংশ মুনাফা বৃদ্ধি পেয়েছে৷

মুনাফার দেখা পেয়েছে রবি

রবি আজিয়াটা লিমিটেড, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে ২৪.৪ কোটি টাকা মুনাফা করেছে। এর মাধ্যমে, কোম্পানিটি এক বছর আগের একই সময়ে ১২.১৫ কোটি টাকার ক্ষতি থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এর আর্থিক বিবরনী অনুসারে, ২০২৩ সালের এপ্রিল-জুন মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ০.০৫ টাকা, যা এক বছর আগে শেয়ার প্রতি ০.০২ টাকা লোকসান থেকে উঠে  এসেছে।

দূর্বল শেয়ারবাজারের সহায়তায় স্থিতিশীলতা তহবিল ২৭০ কোটি টাকা বিনিয়োগ করেছে

ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) দূর্বল পুঁজিবাজারকে সহায়তা করার লক্ষ্যে ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ২৭০কোটি টাকা বিনিয়োগ  করেছে।

সিএমএসএফ-এর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের মাধ্যমে তহবিলটি বিনিয়োগ করা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত সিকিউরিটিজ ইস্যুকারীর কাছ থেকে অবন্টিত নগদ এবং স্টক লভ্যাংশ, অ-ফেরতকৃত  পাবলিক সাবস্ক্রিপশন মানি এবং অবরাদ্দকৃত রাইট শেয়ারের কাস্টোডিয়ান হিসাবে সিএমএসএফ গঠন করেছে।

বার্জারের মুনাফা প্রথম প্রান্তিকে ৫.৪২ শতাংশ বেড়েছে

অপারেটিং খরচ হ্রাস এবং আর্থিক আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধির জন্য বার্জার পেইন্টস এর এই বছরের এপ্রিল-জুন প্রান্তিকে বাৎসরিক ৫.৪২ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি  পেয়েছে।

দেশের রং এর বাজারের অর্ধেক দখলকারী বহুজাতিক এই পেইন্ট নির্মাতা, জুন প্রান্তিকে ৯৭.২ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের একই প্রান্তিকে  ৯২.২ কোটি টাকা থেকে বেশি। বার্জারের অনিরীক্ষিত আর্থিক বিবৃতি অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ২০.৯৬ টাকা, যা গত বছরের একই ত্রৈমাসিকে ১৯.৮৭ টাকা ছিল।

বেস্ট হোল্ডিংসের আইপিওর জন্য নিয়ম শিথিল করা হয়েছে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লা মেরিডিয়ান ঢাকার মালিকানা সত্তাকে জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহে সহায়তা করার জন্য তিনটি 

শর্তে বেস্ট হোল্ডিংয়ের প্রাথমিক পাবলিক অফার (আইপিও) নিয়ম শিথিল করেছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক ২০২২ সালের অক্টোবরে জমা দেওয়া বেস্ট হোল্ডিংসের ৩৫০ কোটি টাকার আইপিও আবেদন অনুমোদন করতে বিলম্ব করে, কারণ কোম্পানিটি সেই 

বছরের জুন মাসে অগ্রণী ব্যাংকের বিনিয়োগ করা ১৫০ কোটি টাকার বন্ডকে শেয়ারে রূপান্তর করে।

প্রথম শর্ত হল কোম্পানির আইপিওর আগে ইস্যু করা বেস্ট হোল্ডিংসের সমস্ত শেয়ার স্টক এক্সচেঞ্জে প্রথম ট্রেড করার তারিখ থেকে তিন বছরের জন্য লক ইন থাকবে।

দ্বিতীয় শর্ত হল কোম্পানিকে আবেদনের তারিখ ২০২২ সালের ২৬ অক্টোবর থেকে আইপিও-এর অধীনে শেয়ার ইস্যু করা পর্যন্ত আর শেয়ার ইস্যু করার অনুমতি দেওয়া  হবে না।

এবং শেষ শর্ত হল আইপিও-এর জন্য আবেদন করার ক্ষেত্রে কোম্পানিকে সিকিউরিটিজ আইন সহ অন্যান্য সমস্ত প্রাসঙ্গিক আইনের বিধান যথাযথভাবে মেনে চলতে হবে।

আইডিএলসি-এর মুনাফা দ্বিতীয় প্রান্তিকে ১৩% কমেছে

মোট সুদের আয়, বিনিয়োগ আয় এবং অন্যান্য আয় হ্রাসের কারণে ২০২৩ সালের এপ্রিল-জুন প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড বছরে ১৩ শতাংশ কম মুনাফা  করেছে, প্রায় ৩৭.৮৩ কোটি টাকা।

২০২২ সালের একই প্রান্তিকে এই নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা ছিল ৪৩.৬৫ কোটি টাকা।

অনিরীক্ষিত আর্থিক বিবৃতি অনুসারে ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে শেয়ার প্রতি সমন্বিত আয় ০.৯১ টাকায় নেমে এসেছে যা ২০২২ সালের এপ্রিল-জুন মাসে ছিল ১.০৫  টাকা।

সিটি ব্যাংকের মুনাফা দ্বিতীয় প্রান্তিকে ৯% বেড়েছে

সিটি ব্যাংকের সমন্বিত মুনাফা ২০২৩ সালের প্রথমার্ধে বছরে ৯.০৭ শতাংশ বেড়ে ২৩৭ কোটি টাকা হয়েছে।

গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২১৭ কোটি টাকা।

বছরের প্রথমার্ধে রেকিটের মুনাফা ২৫% বৃদ্ধি পেয়েছে

চলমান ব্যয় হ্রাসের জন্য রেকিট বেনকিজার (বাংলাদেশ) এর এই বছরের প্রথমার্ধে বছরে ২৫ শতাংশ মুনাফা বৃদ্ধি পেয়েছে।

ইউকে-ভিত্তিক এই বহুজাতিক কোম্পানি, যা ডেটল এবং হারপিকের মতো জনপ্রিয় ভোক্তা পণ্য বিক্রি করে, এই জানুয়ারি-জুন সময়কালে ২৯ কোটি ৯০ লাখ টাকা 

লাভ করেছে, যা গত বছরের একই সময়ের ২৩ কোটি ৯০ লাখ টাকা থেকে বেশি।

কোম্পানির দ্বিতীয়-ত্রৈমাসিক মুনাফা যদিও, এই এপ্রিল-জুন প্রান্তিকে বছরে ১ শতাংশেরও কম যা ১৪ কোটি ৭০ লাখ টাকায় নেমে এসেছে।