সিসিএন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা চতুর্থবারের মত দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে পরিচালনা পর্ষদের পক্ষে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷ অভিনন্দন বার্তায় তিনি বলেন, পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে স্বাধীন বাংলাদেশের ৫৩ বছরের অনন্য ইতিহাস সৃষ্টি করলেন আমাদের প্রাণপ্রিয় জননেএী শেখ হাসিনা৷ মৃত্যু ভয়কে জয় করে সততা, প্রজ্ঞা, দক্ষ আর দুরদর্শী নেতৃত্ব গুণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই দেশের গন্ডি পেরিয়ে স্থান করে নিয়েছেন বিশ্ব নেতৃত্বের কতারে৷ সামাজিক কর্মকাণ্ড, শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শেখ হাসিনাকে বিশ্বের বিভিন্ন সংস্থা সম্মানিত করেছে। এমনকি বিশ্বের প্রভাবশালী সব রাষ্ট্রই একবাক্যে বলছেন-বাংলাদেশ এখন সারা বিশ্বের সামনে উন্নয়নের রোল মডেল৷
তিনি আরো বলেন, টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সবকিছু ছাপিয়ে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেলেন আওয়ামী লীগের সভাপতি জননেএী শেখ হাসিনা৷ আগামী পাঁচ বছর দেশ পরিচালনা করার মাধ্যমে বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী সরকার প্রধানের রেকর্ড গড়ার পথে পা দিয়েছেন তিনি৷ তিনিই আধুনিক গণতান্ত্রিক বিশ্বে সবচেয়ে বেশী সময় ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান৷ একই সাথে তিনি অষ্টমবারের মতো সংসদ সদস্য হওয়ায় দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চবার জনপ্রতিনিধিও হলেন জননেএী শেখ হাসিনা৷ শেখ হাসিনা চতুর্থ, পঞ্চম ও অষ্টম জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন৷
অভিনন্দন বার্তায় ড. হাসান বাবু আরো বলেন, শত বাঁধা-বিপওি, প্রতিকুলতা ও ষড়যন্ত্র মোকাবেলা করে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৫ বছর জননেএী শেখ হাসিনার অনবধ্য নেতৃত্ব মানুষকে স্বপ্ন দেখিয়েছে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার৷ তিনি উন্নত-সমৃদ্ধের মহাসোপানে নিয়ে গেছেন বাংলাদেশকে৷ শেখ হাসিনা বদলে দিবেন বাংলাদেশকে৷ গড়ে তুলবেন উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ৷ ক্ষুধা-দারিদ্রমুক্ত, দুর্নীতি-সন্ত্রাসমুক্ত, অসাম্প্রদায়িক, উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আরো পাঁচ বছরের জন্য সরকার পরিচালনার যাএা শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ উন্নয়ন-অগ্রযাএা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পক্ষে দেশের মানুষের বিশাল এই সমর্থন হোক সমৃদ্ধ আগামী গড়ার মূলশক্তি৷ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ভিওি স্মার্ট ইকোনমি আরা স্মার্ট ইকোনমি গঠনে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশেষ অবদান রাখতে পারে৷