শেয়ার বাজার

পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় কোম্পানির বোর্ড সভার  তারিখ ঘোষণা
পুঁজিবাজার

সিসিএন ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের নয় কোম্পানি বোর্ড সভার ঘোষণার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলো বোর্ড সভায় ৩০ জুন, ২০২২ তারিখে  সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-


মতিন স্পিনিং মিলস পিএলসি:
কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৫ অক্টোবর, ২০২৩ তারিখ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২২  তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস পিএলসি বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন  ৯৭৪.৯০ টাকা। সমাপ্ত ২০২২ হিসাববছরে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯৭ কোটি ৪৯ লাখ। এর মধ্যে ৩২.৭২ শতাংশ রয়েছে উদ্যেক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক  বিনিয়োগকারীদের কাছে ৪০ দশমিক ৮৬ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৬ দশমিক ৪২ শতাংশ শেয়ার রয়েছে। 

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস:
কোম্পানিটির বোর্ড সভা আগামী ১২ অক্টোবর, ২০২৩ তারিখ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২২  তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির পরিশোধিত  মূলধন ২৯৮৫.৮৫ টাকা। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৯ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৬২৬টি। এর মধ্যে ৪৭.১২ শতাংশ রয়েছে উদ্যেক্তা পরিচালকদের কাছে। এছাড়া  প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ শমিক ৭৯, বিদেশ বিনিয়োগকারীদের ১৭ দশমিক ২৯ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২০ দশমিক ৪০ শতাংশ শেয়ার রয়েছে।

বিএসআরএম স্টিল লিমিটেড:
কোম্পানিটির বোর্ড সভা আগামী ১২ অক্টোবর, ২০২৩ তারিখ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২২ তারিখে  সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

প্রসঙ্গত, ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিল লিমিটেড বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন  ৩৭৫৯.৫৩ টাকা। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩৭ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৫০০। এর মধ্যে ৭২.০৯ শতাংশ রয়েছে উদ্যেক্তা পরিচালকদের কাছে। এছাড়া  প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৫৯, বিদেশী বিনিয়োগকারী ০ দশমিক ৩১ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১০ দশমিক ০১ শতাংশ শেয়ার রয়েছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন:
কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৫ অক্টোবর, ২০২৩ তারিখ দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

প্রসঙ্গত, ২০৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন  ১৫২৫.৩৫ টাকা। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৪০টি। এর মধ্যে ৫ দশমিক ২৫ শতাংশ রয়েছে উদ্যেক্তা পরিচালকদের কাছে। এছাড়া  সরকারি ৫২ দশমিক ১০ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৬৫ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৪ শতাংশ শেয়ার রয়েছে।

দ্যা পেনিনসুলা চিটাগং:
কোম্পানিটির বোর্ড সভা আগামী ১২ অক্টোবর, ২০২৩ তারিখ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২২ তারিখে  সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্যা পেনিনসুলা চিটাগং বর্তমানে ‘বি’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন  ১১৮৬.৬৭ টাকা। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০ টি। এর মধ্যে ৫৪.২৯ শতাংশ রয়েছে উদ্যেক্তা পরিচালকদের কাছে। এছাড়া  প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৮৫, বিদেশী বিনিয়োগকারী ০ দশমিক ১১ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৭ দশমিক ৭৫ শতাংশ শেয়ার রয়েছে।

অ্যাপেক্স ট্যানারি:
কোম্পানিটির বোর্ড সভা আগামী ১০ অক্টোবর, ২০২৩ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব  বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

প্রসঙ্গত, ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্যা পেনিনসুলা চিটাগং বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৫২.৪০ টাকা। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

কোম্পানিটির বর্তমানে মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ৪০ হাজার টি। এর মধ্যে ৩০ দশমিক ৪০ শতাংশ রয়েছে উদ্যেক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৭ দশমিক ২৭, বিদেশী বিনিয়োগকারী ০ দশমিক ০০ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩২ দশমিক ৩৩ শতাংশ শেয়ার রয়েছে।

মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারী লি:
কোম্পানিটির বোর্ড সভা আগামী ১০ অক্টোবর, ২০২৩ তারিখ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২২  তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

প্রসঙ্গত, ১৯৮২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্যা পেনিনসুলা চিটাগং বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন  ২৭.৩২ টাকা। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

কোম্পানিটির বর্তমানে মোট শেয়ার সংখ্যা ২৭ লাখ ৩২ হাজার ৪০০ টি। এর মধ্যে ৩৫ দশমিক ৬৬ শতাংশ রয়েছে উদ্যেক্তা পরিচালকদের কাছে। এছাড়া  প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৯৭, বিদেশী বিনিয়োগকারী ০ দশমিক ০০ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৯ দশমিক ২৯ শতাংশ শেয়ার রয়েছে।

মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ: 
কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৭ অক্টোবর, ২০২৩ তারিখ দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন,  ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

প্রসঙ্গত, ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ বর্তমানে ‘জেড’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬০ কোটি টাকা। সমাপ্ত ২০২২ হিসাববছরে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ প্রদান করেনি।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৬০ লাখ। এর মধ্যে ৩৭.৪৩ শতাংশ রয়েছে উদ্যেক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে  কোন শেয়ার নেই  এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬২ দশমিক ৫৭ শতাংশ শেয়ার রয়েছে। 

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ:
কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৭ অক্টোবর, ২০২৩ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত  হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

প্রসঙ্গত, ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ বর্তমানে ‘জেড’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১২০ কোটি টাকা। সমাপ্ত ২০২২ হিসাববছরে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ প্রদান করেনি।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ২০ লাখ। এর মধ্যে ৪৩.৫৫ শতাংশ রয়েছে উদ্যেক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কোন শেয়ার নেই  এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৬ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে।