শেয়ার বাজার

গতসপ্তাহে পুঁজিবাজারে সবগুলো সুচকেই ছিল ঋণাত্মক পরিবর্তন

গতসপ্তাহে পুঁজিবাজারে সবগুলো সুচকেই ছিল ঋণাত্মক পরিবর্তন
পুঁজিবাজার

মো: রবিউল ইসলাম : সপ্তাহ জুড়ে পুঁজিবাজারে সবগুলো সুচকেই ছিল ঋণাত্মক পরিবতন। গত সপ্তাহে টানওভার  আগের সপ্তাহের চেয়ে ৩০.১১ কম ছিল। প্রতিদিন গড়ে আগের সপ্তাহের চেয়ে লেনদেন কমেছে ৩০.১১ টাকা।  টানা দরপতনে শেয়ার বিক্রির হিড়িক, বাড়ছে লোকসানের পাল্লা ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিনিয়োগকারীরা স্টকগুলিতে নতুন বিনিয়োগে অপারগ হওয়ায় গত রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে দৈনিক লেনদেন চার মাসের সর্ ব নিম্নে নেমে আসে দৈনিক লেনদেন যা পুঁজিবাজারের একটি গুরুত্বপূর্ণ সূচকগত রবিবার ছিল ৪১৭ কোটি টাকা, যা আগের দিনের থেকে আরও ১৪ শতাংশ কমেছে এই বছরের ১৩ এপ্রিলের পর এটি ছিল সর্বনিম্ন এক দিনের লেনদেনের পরিমাণ, যখন দৈনিক লেনদেন ৪১৪ কোটি টাকা রেকর্ড করা হয়েছিল

আগের সপ্তাহের চেয়ে গত সপ্তাহে ডিএসই ৩০ সিলেকটিভ ইনডেক্স কমেছে ৫.৯৫ পয়েন্ট, ডিএসইএক্স ব্রোড ইনডেক্স কমেছে ৩২.৬১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়া ইনডেক্স কমেছে ৪.৪৪ পয়েন্ট। গত সপ্তাহের আগের সপ্তাহের চেয়ে ডিএসই’র বাজারমুলধন কমেছে ০.৭৫ শতাংশ।

গত সপ্তাহের মুল্যবৃদ্ধিতে শীর্ষে ছিল - এমবি ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল টি কোং, এরামিট লি, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যালস, প্রিমিয়ার সিমেন্ট, ড্যাফোডিলস কম্পিউটার,  ইমার্ড ওয়েল, রংপুর ফাউন্ড্রি এবং এ্যাপেক্স স্পিনিং

দর হারিয়েছে যেসব কোম্পনি তারমধ্যে অন্যতম হলো - দেশবন্ধু পলিমার, সিএপিএম আইবিবিএর  মিউচুয়্যাল ফান্ড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেনপ্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, রিপাবলিক ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং মেট্রো স্পিনিং লিমিটেড

গত সপ্তাহে লেনদেনে শীর্ষে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন, সোনালী পেপার এন্ড বোর্ড মিল, সি পার্ল বীচ রিসোর্ট, আ্লিফ ইন্ডাস্ট্রিজ, লিগাসী ফুটওয়্যার, ইমার্ড অয়েল, দেশবন্ধু পলিমার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং জেএমআই হসপিটাল রিকুজিট

 প্রযুক্তিগত ত্রুটির জন্য ডিএসই লেনদেন নিষ্পত্তি ব্যাহত

 কারিগরি ত্রুটির কারণে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় ছয় ঘণ্টা লেনদেন নিষ্পত্তি বন্ধ ছিল এই অসুবিধার কারণে, ৬৩টি স্টক ব্রোকার ট্রেডিং কার্যক্রম অনুসরণ করে ট্রেড ডেটা ডাউনলোড করতে পারেনি এবং ফলস্বরূপ, তারা কোনো লেনদেন নিষ্পত্তি করতে পারেনি

ডিএসই জানায়, সোমবার লেনদেন শুরুর আগেই পুরো ব্রোকারেজ হাউজগুলোর কারিগরি ত্রুটি সমাধান করা হয়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ারের সার্ভারে সর্বশেষ প্রযুক্তিগত ত্রুটি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে, যা রবিবার ৬৩টি স্টক ব্রোকারের ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তি ব্যাহত করেছে স্বতন্ত্র পরিচালক রুবাবা দৌলার নেতৃত্বে গঠিত কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে

সোমবার ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ হাফিজ মোঃ হাসান বাবু বলেছেন, তারা প্রযুক্তিগত সমস্যার স্থায়ী সমাধান খুঁজছেন

 ইসলামী ব্যাংকের পরিচালনা থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পর তাদের হাতে থাকা শেয়ারও বিক্রি করে দিচ্ছে সৌদি আরবের কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি  সৌদি কোম্পানির পরিচালক পদ প্রত্যাহারের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় পরিবর্তন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় এ ঋণদাতা চলতি বছরের জুলাইয়ের শেয়ারহোল্ডিং প্রতিবেদনে এ পরিবর্তনের কথা জানিয়েছিলনিয়ন্ত্রক বিধিমালার সঙ্গে মান্যতা রাখতে স্টক এক্সচেঞ্জগুলোতেও প্রতিবেদনটি জমা দেওয়া হয়

 প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ভিত্তিক কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি ৫ জুলাই একটি চিঠি পাঠিয়ে পরিচালক পদ প্রত্যাহার করে যেখানে ব্যাংকটি ২৬ জুলাই বোর্ড সভার মাধ্যমে তা অনুমোদন করেএর আগে মুসাইদ আবদুল্লাহ এ আল-রাজি কোম্পানির পক্ষে দীর্ঘদিন ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন

পুঁজিবাজারের কী নোট

  • ইসলামী ব্যাংকের সব শাখায় ঋণ অনুমোদন বন্ধ, এখন থেকে সব ঋণই অনুমোদন করবে প্রধান কার্যালয়।
  • ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় ১০টি বাণিজ্যিক ব্যাংকের কনসোর্টিয়াম। প্রাইম ফাইন্যান্সের ৩ প্রান্তিকে লোকসান,
  •  ইসলামী ব্যাংকের সব শাখায় ঋণ অনুমোদন বন্ধ, এখন থেকে সব ঋণই অনুমোদন করবে প্রধান কার্যালয়
  •  ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় ১০টি বাণিজ্যিক ব্যাংকের কনসোর্টিয়াম
  • প্রাইম ফাইন্যান্সের ৩ প্রান্তিকে লোকসান,
  • আরএকে সিরামিকসের ৪টি টাইলস উৎপাদন লাইনের মধ্যে ১টি উৎপাদন লাইনে উৎপাদন সাময়িক বন্ধ থাকবে
  • সাউথইস্ট ব্যাংকের পরিচালকদের ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগসহ নানা অনিয়ম খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি
  • অনুমোদিত মূলধন বাড়ানোর অনুমতি পেয়েছে ব্রাক ব্যাংক
  • ডিএসইর এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক এটিএম তারিকুজ্জামান