শেয়ার বাজার

পুঁজিবাজারের সাপ্তাহিক সংবাদ পর্যালোচনা

পুঁজিবাজারের সাপ্তাহিক সংবাদ পর্যালোচনা
পুঁজিবাজার

সপ্তাহ জুড়ে পুজিঁবাজারের গুরুত্বপুর্ন ও বাছায়কৃত সংবাদ নিয়ে  ক্যাশক্যাপিটাল নিউজের সাপ্তাহিক আয়োজন ‘পুঁজিবাজারের সাপ্তাহিক সংবাদ পর্যালোচনা’ দেশের উভয় শেয়ারবাজারের প্রকাশিত সংবাদ থেকে বেছে বাছায়কৃত।  এখানে মূলত স্থান পেয়েছে- আইপিও সাবক্রিপসন, কোম্পানির লভ্যাংশ, পরিচালনা পর্ষ দের সভা, কোম্পানির  ম‍ুল্য সংবেদনশীল সংবাদ ইত্যাদি। 

 সাবস্ক্রিপশন 

ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় পুঁজিবাজারে আসছে ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’। আগামী রোববার (২৪ সেপ্টেম্বর) এই ফান্ডের  সাবস্ক্রিপশন তথা আবেদন ও টাকা জমা নেওয়া শুরু হয়ে ১ অক্টোবর পর্যন্ত এটি চলবে। ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড একটি মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড (Close-end Mutual Fund)। এটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে  তালিকাভুক্ত হবে। 

নগদ লভ্যাংশ প্রেরণ

এ সপ্তাহে নগদ লভ্যাংশ প্রেরণ করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, সিএসই সূত্রে জানা গেছে ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের লভ্যাংশ বিইএফটিএন  সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এ সপ্তাহে নগদ লভ্যাংশ প্রেরণ করেছে এনভয় টেক্সটাইলস লিমিটেড, সিএসই সূত্রে জানা গেছে ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের লভ্যাংশ বিইএফটিএন  সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ দিয়েছিল।

লভ্যাংশ ঘোষণা করেছে ইউনিক হোটেল

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আগামী ১২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর।

পরিচালনা পর্ষদের সভা

ই-জেনারেশনের: আগামী ২৬ সেপ্টেম্বর বিকালে ই-জেনারেশন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সূত্র জানায়, আলোচ্য সময় কোম্পানির সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন সাপেক্ষে  তা প্রকাশ করবে কোম্পানিটি।আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিটর : আগামী ২৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন  অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড (বিবিএস):  আগামী ২৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।কোম্পানির পর্ষদ সভায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের  ঘোষণা আসতে পারে। সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ)  বিবিএসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪২ পয়সা। প্রথম তিন প্রান্তিকে  (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১ পয়সা। 

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড : আগামী ২৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিটির পর্ষদ সভায় সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য  লভ্যাংশের ঘোষণা আসতে পারে। সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে  (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২  টাকা ৭৫ পয়সা। গত হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩০ পয়সায়।

ফিনিক্স ফাইন্যান্স :  আগামী ২৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।  সভায় চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) ও দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১১ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ১৮ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ১৭ টাকা ৫৪ পয়সা।

 আগামী ৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। 

মূল্য সংবেদনশীল তথ্য 

রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড : অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩০ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৫ টাকা ১০ পয়সা। ১৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৪৫  টাকা ২০ পয়সা উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

ইউনাইটেড ইন্স্যুরেন্স :  অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার  কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়। বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ২৯ আগস্ট ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৩৮ টাকা ৩০ পয়সা। আর ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৫৫ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়।

কর্ণফুলী ইন্স্যুরেন্সের : অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার  কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়। কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার গত জুন ৩১ টাকা ছিল। আর ১৯ আগস্ট ৪১ টাকা ১০ পয়সায় উন্নীত হয়।

ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড : অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে  বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৪ আগস্ট ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর  ছিল ৬৬ টাকা ২০ পয়সা। সবর্শেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৯১ টাকা ৯০ পয়সা। শেয়ারদরের পাশাপাশি কোম্পানিটির শেয়ার লেনদেনও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। 

বন্ড ইস্যু 

এবি ব্যাংক লিমিটেড : ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এবি ব্যাংক পুঁজিবাজারে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে এবি ব্যাংক লিমিটেড। বেসরকারি ব্যাংকটির পরিচালনা পর্ষদ 'এবি ব্যাংক সাবঅর্ডিনেটেড  বন্ড-ভি' নামের বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।

ডিবিএইচ ফাইন্যান্স : সাড়ে ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ডিবিএইচ ফাইন্যান্স।পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সাড়ে ৫০০ কোটি টাকার একটি বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে কোম্পানির পর্ষদে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত  হয়েছে। সাশ্রয়ী মূল্যে হাউজিংয়ের অর্থায়নের জোগান দিতে এ বন্ড ইস্যুর অর্থ ব্যবহার  করবে এনবিএফআইটি। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)  মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্য অনুসারে, এ বন্ডের বৈশিষ্ট্য হবে নন-কনভার্টিবল, রিডিমেবল, ফিক্সড কুপন সিনিয়র বন্ড। এর মেয়াদ হবে ইস্যু পরবর্তী ৫ বছর। বন্ডটি ইস্যুর জন্য এখন সংশ্লিষ্ট সকল নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে কোম্পানিটি। ২০০৮ সালে পুঁজিবাজারে আসা ডিবিএইচ ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৯৮ কোটি ৮৯ লাখ টাকা। রিজার্ভে রয়েছে  ৫৯৫ কোটি ১১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ১৭১। এর মধ্যে ৫১ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৩৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক শূন্য ৩ শতাংশ  ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১১ দশমিক ২৯ শতাংশ শেয়ার রয়েছে।

৯৫ দফা বাড়ল পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরো এক দফা অর্থাৎ ৯৫তম দফা বাড়ানো হয়েছে। জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ার লেনদেন আরো ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে ২৪ সেপ্টেম্বর থেকে ০৮ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।