শেয়ার বাজার

ইফাদ অটোসের বন্ডে আবেদনের মেয়াদ বাড়লো

ইফাদ অটোসের বন্ডে আবেদনের মেয়াদ বাড়লো
পুঁজিবাজার

খালেদ চৌধুরী:   পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোসের ৩০০ কোটি টাকা সমমূল্যের বন্ড ইস্যুর মেয়াদ বাড়ানো হয়েছে। কোম্পানিটির আলোচ্য নন-কনভার্টেবল, সিকিউরিড, ফ্লোটিং রেট কুপন বিয়ারিং কর্পোরেট বন্ড ইস্যুর মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

তথ্য মতে, বিএসইসি ইফাদের বন্ডে আবেদনের জন্য আরও ৬ মাস সময় বাড়িয়েছে। এছাড়া বন্ড ইস্যুর অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

আলোচ্য বন্ডের সর্বনিম্ন কুপন হার ৬ শতাংশ এবং প্রতি ইউনিট অভিহিত মূল্য এক কোটি টাকা। এছাড়া বন্ডের মেয়াদ ৫ বছর।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে কোম্পানিটি েশেয়ারহোল্ডারদের জন্য নগদ ও বোনাস দিয়েছে পযায়ক্রমে 

 ২০২২ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস,  ২০২১ সালে ১১ শতাংশ নগদ, ২০২০ সালে ৯ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস,  ২০১৯ সালে ১০ শতাংশ নগদ, ২০১৮ সালে ২২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস দিয়েছে।