ক্যাশক্যাপিটাল নিউজ : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক ঘোষিত নগদ লভ্যাংশ ও বোনাস শেয়ার সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে এবং বিও একাউন্টে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, কোম্পানিটির নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৬ আগস্ট ২০২৩ সালে বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি ধারাবাহিক ভাবে বোনাস ও নগদ লভ্যাংশ ঘোষনা করে।