শেয়ার বাজার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত  ৫ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে
পুঁজিবাজার

সিসিএন ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই হসপিটাল, ইভেন্স টেক্সটাইলস, আর্গন ডেনিমস এবং ফার কেমিক্যাল।

আজ বুধবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলোটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

 আর্গন ডেনিমস দিবে ১০ শতাংশ লভ্যাংশ 

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।

বুধবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫২ পয়সা আয় হয়েছিল।গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ১৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

২০১৩ সালে টেক্সটাইল খাতে তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানিটি ইতোপুর্বে ২০২২ সালের জন্য ১০শতাংশ নগদ লভ্যাংশ, ২০২১ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২০ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ, ২০১৮ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ , ২০১৭ সালে ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ, ২০১৬ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০১৩ সালের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের জন্য প্রদান করে এবং ২০২১ সালে ৫ শতাংশ বোনাস, ২০২০ সালের জন্য ৫ শতাংশ বোনাস, ২০১৯ সালের জন্য ৫ শতাংশ বোনাস, ২০১৮ সালের জন্য ৫ শতাংশ বোনাস, ২০১৭ সালের জন্য ৫ শতাংশ বোনাস, ২০১৬ সালের জন্য ১৫ শতাংশ বোনাস ২০১৫ সালের জন্য ১৫ শতাংশ বোনাস, ২০১৪ সালের জন্য ২০ শতাংশ বোনাস, ২০১৩ সালের জন্য ১৫ শতাংশ বোনাস এবং ২০১২ সালের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার বিনিযোগকারদের প্রদান করেছিল। 

আর. এন. স্পিনিং  কোন লভ্যাংশ দিবে না

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের  কোম্পানি আর. এন. স্পিনিং মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেবে না।

বুধবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সূত্র জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৮ পয়সা লোকসান দিয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৯ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

২০১০ সালে তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমানে জেড ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানিটি ইতোপুর্বে ২০১৮ সালের জন্য ১০শতাংশ বোনাস, ২০১৭ সালে ২০ শতাংশ বোনাস, ২০১৬ সালে ২০ শতাংশ বোনাস, ২০১১ সালে ৩৫শতাংশ বোনাস, ২০১০ সালে ৩০ শতাংশ বোনাস এবং ২০১২ সালে ১:১ অনুপাতে রাইট শেয়ার প্রদান করেছি। 

জেএমআই হসপিটাল ৫% লভ্যাংশ দিবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেকচারিং লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর পরোটাই ক্যাশ ডিভিডেন্ড।

আজ বুধবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ২৫ পয়সা আয় হয়েছিল।গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩২ টাকা ১২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ জানুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

২০২২ সালে তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানিটি ইতোপুর্বে ২০২২ সালের জন্য ১২.৫০ হারে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ প্রদান করেছিল। 

ফার কেমিক্যাল কোন লভ্যাংশ দিবে না  

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিস পিএলসি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেবে না।

বুধবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১২ পয়সা লোকসান দিয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৩৯ পয়সা লোকসান হয়েছিল।গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৯৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

২০১৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানিটি ইতোপুর্বে ২০২১ সালের জন্য ১শতাংশ নগদ লভ্যাংশ, ২০২০ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ, ২০১৬ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০১৯ সালে ১০শতাংশ বোনাস, ২০১৮ সালে ১০ শতাংশ বোনাস এবং ২০১৭ সালে১০ শতাংশ বোনাস, ২০১৬ সালৈ ২০ শতাংশ বোনাস, ২০১৫ সালে ২৫ শতাংশ বোনাস এবং ২০১৪ সালে ২০ শতাংশ বোনাস বিনিযোগকারদের জন্য প্রদান করেছিল। 

 ইভেন্স টেক্সটাইল ২.২৫% লভ্যাংশ দিবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভেন্স টেক্সটাইলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ২.২৫ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।

আজ বুধবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১২ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৬৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

২০১৬ সালে টেক্সটাইল খাতে তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানিটি ইতোপুর্বে ২০২২ সালের জন্য ২শতাংশ নগদ লভ্যাংশ, ২০২১ সালে ২ শতাংশ নগদ লভ্যাংশ, ২০১৯ সালে ২ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০১৬ সালে ১০ শতাংশ  নগদ লভ্যাংশ প্রদান কবে এবং  ২০২০ সালে ৫ শতাংশ বোনাস, ২০১৯ সালে ১০ শতাংশ বোনাস এবং ২০১৭ সালে ১০ শতাংশ বোনাস এবং ২০১৬ সালে ২০ শতাংশ বোনাস শেয়ার বিনিযোগকারদের জন্য প্রদান করেছিল।