শেয়ার বাজার

পুঁজিবাজারের উন্নয়নে পাশে থাকবে এনবিআর

পুঁজিবাজারের উন্নয়নে পাশে থাকবে এনবিআর
পুঁজিবাজার

সিসিএন ডেস্ক : দেশের পুঁজিবাজারের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পাশে থাকার আশ্বাস দিয়েছেন।   বৃহস্পতিবার এনবিআর এর কার্যালয়ে  দুটি নিয়ন্ত্রক সংস্থার প্রধানরা নতুন বছরের শুভেচ্ছা বিনিময় কালে এ কথা বলেন  অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।  এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াতুল ইসলাম।

বৈঠকে পুঁজিবাজারের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াতুল ইসলাম। এ সময়ে তিনি পুঁজিবাজারের উন্নয়নে এনবিআরকে পাশে থাকার অনুরোধ করেন।

বৈঠকের বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, আগামী দিনের একটি ভালো পুঁজিবাজার গঠনে জাতীয় রাজস্ব বোর্ডের বড় সহযোগিতা প্রয়োজন। কারণ এখানে কর সংক্রান্ত অনেক বিষয় আছে।

তিনি বলেন, পুঁজিবাজারের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কী সুবিধা দিলে পুঁজিবাজারে আরও ভালো কোম্পানি আসবে সেই বিষয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে। একটি গতিশীল পুঁজিবাজার গঠনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড সব ধরণের আশ্বাস দিয়েছে।