সিসিএন ডেস্ক : গত ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত হিসাববছরের ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি।
উল্লেখ্য, আলোচ্য বছরে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৩ শতাংশ বোনাস।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ১৯৯৫ সালে দেশের পুঁজিবাজারে ইন্স্যুরেন্স খাতে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫৯৮.১৩ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৫৯,৮১২,৫০৬টি। এর মধ্যে ৩১ দশমিক ৫৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৩দশমিক ৫০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০১ বিদেশী বিনিয়োগকারি ও বাকি ৪৪ দশমিক ৯১শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
কোম্পানি গত ০৩ সেপ্টেম্বর ২৩ সবশেষ এজিএম করে সে সময় ৭ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। এর আগে পযায়ক্রমে 110% 2021, 5% 2020, 10% 2019, 12% 2018 নগদ এবং বোনাস শেয়ার 3% 2022, 5% 2020, 12% 2017, 10% 2016, 12% 2015, 15% 2014, 15% 2013, 10% 2012, 10% 2011, 15% 2010, 10%B 2009, 10% 20084 লভ্যাংশ প্রদান করেছে। এছাড়া ২০১৩ সালে ২:১ রাইট শেয়ার ঘোষনা করেছিল।