সিসিএন ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের এমারেল্ড অয়েল লিমিটেড যমুনা এডিবল অয়েলের সাথে চুক্তি সম্পাদনের পর উৎপাদন ক্ষমতা বেড়েছে।
জানা গেছে, যমুনা এডিবল অয়েলের সাথে চুক্তি সম্পাদনের পর এমারেল্ড অয়েলের উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৬০০ মেট্রিক টন বৃদ্ধি পাবে। প্রতি বছর কোম্পানিটির বিক্রির পরিমাণ দাঁড়াবে প্রায় ৯০০ কোটি টাকা এবং যমুনা এডিবল অয়েলের সাথে ভাগাভাগি অনুপাতে বছরে কোম্পানিটির মুনাফা হবে প্রায় ৩০ কোটি টাকা।
বছরে ৯০০ কোটি টাকার তেল বিক্রি করবে এমারেল্ড অয়েল
শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড যমুনা এডিবল অয়েলের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে। এই চুক্তির ফলে এমারেল্ড অয়েলের তেল উৎপাদন ক্ষমতা ৬০০ টন বৃদ্ধি পাবে। এতে বছরে প্রায় ৯০০ কোটি টাকার তেল বিক্রি হবে বলে প্রত্যাশা করছে কোম্পানিটি। ফলে কোম্পানিটির মুনাফাও বাড়বে।
সূত্র মতে, রাইস ব্র্যান অয়েল এবং ক্রুড অয়েল উৎপাদন করতে যমুনা এডিবল অয়েলের সঙ্গে এমারেল্ড অয়েলের চুক্তি হয়েছে। ইতিমধ্যে চুক্তিটি কার্যকরও হয়েছে। এই চুক্তি কার্যকর হওয়ায় প্রতি বছর অন্তত ৩০ কোটি টাকা বেশি মুনাফা হবে বলে জানিয়েছে এমারেল্ড অয়েল।
ইমাড ওয়েল ইন্ডাস্ট্রিজ ২০১৪ সালে দেশের পুঁজিবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫৯৭.১৪ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৫৯,৭১৩,৫০০টি। এর মধ্যে ৩৮ দশমিক ২৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১১ দশমিক ১২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০০ বিদেশী বিনিয়োগকারি ও বাকি ৫০ দশমিক ৬২শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
কোম্পানি গত ১২ জুলাই ২৩ সবশেষ এজিএম করে সে সময় ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছি। এর আগে পযায়ক্রমে 10% 2015, 10% 2014 এবং বোনাস শেয়ার 10% 2016, 10% 2015, 5% 2014 লভ্যাংশ প্রদান করেছে।