সিসিএন ডেস্ক : ১৯ নভেম্বর, ২০২৩ তারিখে ডিএসই টাওয়ার, নিকুঞ্জে ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ঊষবপঃৎড়হরপ ঝঁনংপৎরঢ়ঃরড়হ ঝুংঃবস) মাধ্যমে ব্যাংক এশিয়া ১ম পার্পিচ্যুয়াল বন্ড এর ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ব্যাংক এশিয়া লিমিটেড এর মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসই’র প্রতিনিধি রাহী ইফতেখার রেজা, ব্যাংক এশিয়া লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ক্রেডিট অফিসার সাইফুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ডিএসই, সএসই, ব্যাংক এশিয়া লিমিটেড ও ইস্যুয়ার সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংক এশিয়া ১ম পার্পিচ্যুয়াল বন্ড এর সাবস্ক্রিপশন ১৯ নভেম্বর, ২০২৩ তারিখে শুরু হয়ে ৭ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত চলবে।