শেয়ার বাজার

এসসি কাপ ২০২৩-এর উদ্বোধন করলো ইয়ান রাশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

এসসি কাপ ২০২৩-এর উদ্বোধন করলো ইয়ান রাশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ
কর্পোরেট সংবাদ

 লিভারপুল ফুটবল ক্লাবের (এলএফসি) সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ইয়ান রাশ-এর উপস্থিতিতে এসসি কাপ-এর ষষ্ঠ সিজনের উদ্বোধন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এসসি কাপ একটি ফাইভ-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট, যেখানে দেশের বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়। চলতি বছরের অক্টোবর মাসে টুর্নামেন্টটি আয়োজিত হবে এবং বিজয়ী দল লিভারপুল ফুটবল ক্লাবের বিখ্যাত হোমগ্রাউন্ড ‘অ্যানফিল্ড’-এ ভ্রমণ ও সরাসরি লিভারপুলের খেলা উপভোগ করার সুযোগ পাবে।

লিভারপুল কিংবদন্তী ইয়ান রাশের এটিই ছিল প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি ভক্তদের সাথে সাক্ষাতের পাশাপাশি এসসি কাপ নিয়ে তাঁর প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন। গণমাধ্যমের সাথে সাক্ষাতকালে ইয়ান রাশ তাঁর ক্যারিয়ার, বর্তমান ফুটবল প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, “লিভারপুল কিংবদন্তী ইয়ান রাশের উপস্থিতিতে এবারের এসসি কাপ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত। লিভারপুলের অগণিত সাফল্যের এই নায়ককে স্বাগত জানাতে পেরে আমরা গর্ববোধ করছি। ক্লাবের সাথে স্ট্যান্ডার্ড চার্টার্ডের অংশীদারিত্বের মাধ্যমে আমরা এমন দুর্দান্ত কিছু কাজ করতে পারছি যা অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। টুর্নামেন্টে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা উপভোগ করতে এবং কোন দল অ্যানফিল্ড ভ্রমণের সুযোগ পাবে জানতে আমি অধির আগ্রহে অপেক্ষা করছি। প্রতিযোগী দল ও সংশ্লিষ্ট সকলকে জানাই শুভকামনা।”

তিনি আরও বলেন, “ইয়ান রাশ তার সতীর্থ, প্রতিপক্ষ, ম্যানেজার এবং ভক্তদের নিকট ছিলেন একজন সম্মানীয় ব্যক্তিত্ব ও একজন রোল মডেল। তাঁর অভিজ্ঞতা ও গল্পগুলো আমাদের মাঝে শেয়ার করায় আমরা কৃতজ্ঞ, যা মাঠ ও মাঠের বাইরে আরও উচ্চাকাঙ্ক্ষী হতে আমাদের অনুপ্রাণিত করবে।”

বিগত বছরগুলোয় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ মোট পাঁচটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। খেলার প্রতি ভালোবাসা রেখে, নিজেদের চ্যালেঞ্জ করতে, ফুটবল দক্ষতা বাড়াতে এবং সহকর্মী ও সতীর্থদের সাথে সম্পর্ক দৃঢ় করতে দলগুলো টুর্নামেন্টে অংশ নেয়। এসসি কাপের আগের বিজয়ীদের মধ্যে গ্রামীণফোন, বাংলাট্র্যাক এবং রবি উল্লেখযোগ্য।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ২০১০ সালের জুলাই মাস থেকে লিভারপুল ফুটবল ক্লাবের স্পন্সর হিসেবে যোগ দেয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং এলএফসি’র বিভিন্ন বিষয়ে সামঞ্জস্য থাকায় গত ১৩ বছরে এই অংশীদারিত্ব আরও দৃঢ় হয়েছে। উদাহরণস্বরূপ, স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং এলএফসি উভয়ই এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যজুড়ে জনপ্রিয়। এই অঞ্চলগুলোয় ব্যাংকের কার্যক্রম যেমন ব্যাপকভাবে বিস্তৃত, লিভারপুলের ৭৭০ মিলিয়ন ভক্তের বড় একটি অংশও এখানে দেখা যায়। স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং ক্লাবের বর্তমান চুক্তি শেষ হবে ২০২৬/২৭ ফুটবল মৌসুমে, অর্থাৎ, টানা ১৭ বছর পর্যন্ত এই অংশীদারিত্ব অব্যাহত থাকবে।