শেয়ার বাজার

ডিজিটাল ব্যাংক স্থাপনের লক্ষ্যে গঠন হচ্ছে কনসোর্টিয়াম

ডিজিটাল ব্যাংক স্থাপনের লক্ষ্যে গঠন হচ্ছে কনসোর্টিয়াম
পুঁজিবাজার ব্যাংক-বিমা

১০টি বাণিজ্যিক ব্যাংকের সমন্বয়ে ডিজিটাল ব্যাংক স্থাপনের লক্ষ্যে একটি কনসোর্টিয়াম গঠন হতে যাচ্ছে। এ কনসোর্টিয়ামের মাধ্যমে ‘‌ডিজি ১০ ব্যাংক পিএলসি’ নামে একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠা করা হবে। এ কনসোর্টিয়ামে সদস্য হওয়ার প্রস্তাব পর্ষদে অনুমোদন করে এর আগেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। গত বুধবার অনুষ্ঠিত পৃথক সভায় এ কনসোর্টিয়ামের সদস্য হওয়ার প্রস্তাব আরো পাঁচটি ব্যাংকের পর্ষদে অনুমোদন হয়েছে। ডিএসইর মাধ্যমে গতকাল পৃথকভাবে এ তথ্য জানিয়েছে বাণিজ্যিক ব্যাংক পাঁচটি। এ নিয়ে এই কনসোর্টিয়ামের সদস্য হওয়ার প্রস্তাব মোট ৬টি ব্যাংকের পর্ষদে অনুমোদন পেল।

কনসোর্টিয়ামের প্রস্তাব অনুমোদন হওয়া এ পাঁচ ব্যাংক হলো ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড। 

ইবিএল জানিয়েছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত ১০ ব্যাংকের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামে সদস্য হওয়ার বিষয়টি অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে তারা প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকে সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নেবে ব্যাংকটি। 

মার্কেন্টাইল ব্যাংক জানিয়েছে, তাদের পরিচালনা পর্ষদ কনসোর্টিয়ামে সদস্য হওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। তারাও প্রস্তাবিত ব্যাংকটিতে সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগ করবে। এ বিনিয়োগের পরিমাণ হবে ডিজিটাল ব্যাংকটির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ। 

এনসিসি ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ এ কনসোর্টিয়ামে সদস্য হওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। তারা প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার হতে বিনিয়োগ করবে। এক্ষেত্রে ব্যাংকটির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তারা। পূবালী ব্যাংক জানিয়েছে, তাদের পরিচালনা পর্ষদের সভায় এ কনসোর্টিয়ামের সদস্য হয়ে ‘‌ডিজি ১০ ব্যাংক পিএলসি’ নামের ডিজিটাল ব্যাংকটিতে ১৩ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিনিয়োগ হবে ব্যাংকটির মোট পরিশোধিত মূলধনের ১১ দশমিক ১১ শতাংশ। এমটিবি জানিয়েছে, ব্যাংকটির পর্ষদের সভায় এ কনসোর্টিয়ামের সদস্য হওয়ার প্রস্তাব অনুমোদন হয়েছে। এক্ষেত্রে তারা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটির পরিশোধিত মূলধনের সর্বোনিম্ন সীমায় প্রাথমিকভাবে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। 

এর আগে গত বুধবার ডিএসইর মাধ্যমে এক সংশোধনীতে দ্য সিটি ব্যাংক জানিয়েছিল, তাদের পর্ষদে এ কনসোর্টিয়ামের সদস্য হওয়ার প্রস্তাব অনুমোদন হয়েছে। এক্ষেত্রে তারা প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটিতে ১৩ কোটি ৮৮ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ বিনিয়োগ হবে ব্যাংকটির পরিশোধিত মূলধনের ১১ দশমিক ১১ শতাংশ। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নেবে ব্যাংকটি।

এরও আগে গত ১৬ জুলাই ডিএসইর মাধ্যমে প্রথমবারের মতো কোনো ব্যাংক হিসেবে ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ আগ্রহ প্রকাশ করে ব্যাংক এশিয়া। তবে ব্যাংকটি এ কনসোর্টিয়ামের সদস্য হবে কিনা সে বিষয়ে কিছু জানায়নি। ব্যাংকটি জানিয়েছে, তাদের পর্ষদে ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের প্রস্তাব অনুমোদন হয়েছে। তারা ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার হতে সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগ করবে। এ বিনিয়োগ হবে প্রস্তাবিত ব্যাংকটির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ। 

এদিকে গত ৩১ ডিসেম্বর ডিএসইর মাধ্যমে ব্র্যাক ব্যাংক লিমিটেড জানিয়েছিল, ব্যাংকটির পর্ষদ ‘‌বিকাশ ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামে একটি ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে তারা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চাইবে। একই দিনে এক্সচেঞ্জটির মাধ্যমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জানিয়েছিল, তারা ‘‌প্রগতি ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামের একটি ডিজিটাল ব্যাংকে সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগ করবে। এ বিনিয়োগ হবে ব্যাংকটির মোট পরিশোধিত মূলধনের ১০ শতাংশ। 

এছাড়া গত ২৭ জুলাই এক্সচেঞ্জটির মাধ্যমে এসিআই লিমিটেড জানিয়েছে, তাদের পর্ষদ ‘‌কোরি ডিজিটাল পিএলসি’ নামে একটি ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত এ ডিজিটাল ব্যাংকটিতে তারা ১০ কোটি টাকা বিনিয়োগ করবে। এর বিনিময়ে তারা ব্যাংকটির ১০ টাকা মূল্যের ১ কোটি সাধারণ শেয়ার অর্থাৎ ব্যাংকটির মোট পরিশোধিত মূলধনের ৫ শতাংশের মালিকানায় থাকবে।