শেয়ার বাজার

শেয়ারের মূল্য বৃদ্ধির কারণ জানে না খান ব্রাদার্স

শেয়ারের মূল্য বৃদ্ধির কারণ জানে না খান ব্রাদার্স
পুঁজিবাজার

 সিসিএন ডেস্ক : কোনো কারণ ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। বুধবার (২৭ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানির পক্ষ থেকে ২৬ সেপ্টেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, খান ব্রাদার্সের শেয়ার দর গত ১৮ সেপ্টেম্বর ছিল ১৯.৯০ টাকায়। আর ২৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৭ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭.১০ টাকা বা ৩৬ শতাংশ বেড়েছে।


খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ  ২০১৪ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৮০.৮০ কোটি টাকা।  কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৯৮,০৭৯,৮৭৭,০০০টি। এর মধ্যে ৩০ দশমিক ১৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৮ দশমিক ৯২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০০ বিদেশী বিনিয়োগকারি ও বাকি ৫০ দশমিক ৯৫শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।


কোম্পানি গত ২২ ডিসেম্বর ২২ সবশেষ এজিএম করে সে সময় ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছি। এরপর পযায়ক্রমে 2% 2020, 2% 2018 নগদ লভ্যাংশ এবং 10% 2017, 11% 2016, 15% 2015, 10% 2014 সালে বোনাস শেয়ার প্রদান করেছে।