সিসিএন ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুটি হচ্ছে- বস্ত্র খাতের প্রতিষ্ঠান আনলিমা ইয়ার্ন এবং বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আনলিমা ইয়ার্নের রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।
আনলিমা ইয়ার্নের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন েএবং ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ছয় মাসের অনিরীক্ষিতি প্রতিবেদন এবং অন্যান্য প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
আনলিমা ইয়ার্ন ১৯৯৭ সালে দেশের পুঁজিবাজারে বস্ত্রখাতে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন৭৮.৬৮ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৭৮৬৭৮০০টি। এর মধ্যে ৪৪ দশমিক ৪৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩ দশমিক ০৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ও বাকি ৫২ দশমিক ৫৩শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
কোম্পানি গত ২০ ডিসেম্বর ২২ সবশেষ এজিএম করে সে সময় ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছি। এরপর পযায়ক্রমে 2% 2020, 5% 2019, 10% 2018, 10% 2017, 10% 2016, 10% 2015, 10% 2014, 10% 2013, 10% 2012, 10% 2011, 10% 2010, 5% 2009, 5% 2008, 5% 2006, 5% 2005, 5% 2004, 5% 2003, 10% 2002, 12% 2001, 12% 2000, 12% 1999, 10% 1998 লভ্যাংশ প্রদান করেছে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ২০১৬ সালে দেশের পুঁজিবাজারে বীমাখাতে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৪২.৫০ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪৪,২৫০,০০০টি। এর মধ্যে ৬০ দশমিক ১৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৪ দশমিক ৩২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০২ বিদেশী বিনিয়োগকারি ও বাকি ৩৫ দশমিক ৫৩শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
কোম্পানি গত ২১ জুন ২৩ সবশেষ এজিএম করে সে সময় ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছি। পযায়ক্রমে 18% 2021, 15% 2020, 12% 2019, 12% 2018, 10% 2017, 10% 2016 লভ্যাংশ প্রদান করেছে।