শেয়ার বাজার

ব্যাংকের নামের শেষে থাকবে ‘পিএলসি’

ব্যাংকের নামের শেষে থাকবে ‘পিএলসি’
ব্যাংক-বিমা

এখন থেকে ব্যাংকগুলোর নামের শেষে পাবলিক লিমিটেড কোম্পানি (পিএলসি) যুক্ত করতে হবে। তবে এর জন্য কাউকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে না। এতদিন দেশে প্রচলিত ব্যাংকগুলোর নামের শেষে শুধু ‘লি. (লিমিটেড)’ থাকত।

গত বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘‘সীমিত দায় পাবলিক কোম্পানি হিসেবে ব্যাংকগুলোকে তাদের নামের শেষে ‘পাবলিক সীমিত দায় কোম্পানি বা পিএলসি’ শব্দ লিখতে হবে।’’ এ জন্য ব্যাংক-কোম্পানির নাম ও সংঘস্মারকে পরিবর্তন করতে হবে। ব্যাংক-কোম্পানি আইন অনুযায়ী

ব্যাংক-কোম্পানিগুলোর নাম ও সংঘস্মারক পরিবর্তনে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে; কিন্তু আইন পরিবর্তন হওয়ায় ব্যাংকের নামের শেষে ‘পিএলসি’ শব্দ যুক্ত করতে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনাপত্তি নেওয়া লাগবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শুধু প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে নাম ও সংঘস্মারক পরিবর্তন করে তা বাংলাদেশ ব্যাংকে লিখিত আকারে জানাতে হবে। পরবর্তীকালে ব্যাংকগুলোর নাম পরিবর্তনের বিষয়ে গেজেট আকারে প্রকাশ করবে কেন্দ্রীয় ব্যাংক। নিয়ম অনুযায়ী, নামের শেষে ‘পিএলসি’ যুক্ত করতে ব্যাংক পর্ষদের অনুমোদন নিতে হবে। পর্ষদের সিদ্ধান্ত জানিয়ে তা যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) কাছে জানাতে হবে। তারপর কেন্দ্রীয় ব্যাংকের কাছে নাম ও সংঘস্মারকে আনা পরিবর্তন লিখিতভাবে জানাতে হবে গেজেট আকারে প্রকাশ করতে।

বাংলাদেশে দেশি-বিদেশি মিলিয়ে ৬১টি বাণিজ্যিক ব্যাংক রয়েছে। এর মধ্যে কয়েকটি বিদেশি ও সর্বশেষ অনুমোদন পাওয়া কয়েকটি ব্যাংকের নামের শেষে পিএলসি শব্দ রয়েছে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর যথাক্রমে ১১৬ ও ১১৭ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।