সপ্তাহ জুড়েই পুঁজিবাবার ছিল স্থিতিশীল। তবে আলোচনায় ছিল বীমা খাত নিয়ে। সপ্তাহের শুরুতে বীমা খাতের উত্থান হলেও সপ্তাহের শেষ কার্য দিবসে ছিল পতন। তবে সপ্তাহ যেখান থেকে টার্নওভার শুরু হয়ে ছিল সপ্তাহ শেষ সেটি বেড়ে দাঁড়ায় ১৮.৭৩ পয়েন্ট। তবে আগের সপ্তাহর চেয়ে বাজার মুলধন কমেছে ১.৩১ পয়েন্ট। ডিএসই ব্রোড ইনডেক্স কমেছে ৯.২৩ পয়েন্ট। ডিএসই শরীয়াহ ইনডেক্স বেড়েছে ২ পয়েন্ট। সপ্তাহ শেষে গড় মূল্য বৃদ্ধিতে ছিল বি ক্যাটাগরি কোম্পানিগুলো এবং দর হারিয়েছে বীমা খাতের কোম্পানিগুলো। সম্প্রতি সময়ে বীমা খাতের অস্বাভাকি মূল্য উঠা—নামার কোন যুক্তি সংগত কারন জানা যায়নি।
সপ্তাহের শেষ লেনদেন কার্যদিবসে বীমা খাতের সিংহভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। একক খাত হিসেবে কোন খাতের দর এভাবে উঠা—নাম করেনি। তবে সব খাতেরই কিছু কোম্পানির শেয়ারের দর কমেছে আবার কিছু কোম্পানি দর বেড়েছে। কোন কারন ছাড়ায় বীমা খাতের শেয়ারের অস্বাভাবিক আরচরন বিনিয়োগকারীদের ভাবিয়ে তুলেছে। যদিও বাংলাদেশ ইন্সু্রেন্স এসোসিয়েশন এবং নিয়ন্ত্রক সংস্ত্রা ইন্সু্রেন্স ডেভেলপমেন্ট এ্যান্ড রেগুলেটরি অথরিটি উভয়ই বলছে বীমা নিয়ে নতুন একটি আইন হয়েছে এবং এরপর বীমাখাতে শৃঙ্খলা আসতে শুরু করেছে।
গত সপ্তাহ জুড়েই ঢাকা স্টক এক্সচেঞ্জে গড়ে দর বৃদ্ধিতে ছিল সবকটি বি ক্যাটাগরির কোম্পানিগুলো যেমন— গোল্ডেন জুবিলি মি.ফা., ফু—ওয়াং ফুড, আইসিবি সোনালী ১ম মি., সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, এমারাল্ড অয়েল, জেনারেশন নেক্সট, ফু—ওয়াং সিরামিকস, ওয়েস্টার্ন মেরিন, আইসিবিএএমসিএল অগ্রণী, ক্যাপ আইবিবিএল বন্ড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ছিল ফু—ওয়াং ফুডস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, এমারাল্ড অয়েল, জেনারেশন নেক্সট, ফু—ওয়াং সিরামিস, ওয়েস্টার্ন মেরিন, ক্যাপ আইবিবিএল বন্ড, লুবরেফ (বিডি), এসোসিয়েটেড অক্সিজেন এবং সি এন এ টেক্সটাইল এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে দর হারিয়েছে জিএসপি ফিন্যান্স, সোনালী লাইফ ইন্সু্যরেন্স, এআইবি ১ম মিউচুয়্যাল ফান্ড, সালভো কেমিক্যালস, আইসিবিএএমসি২য়এম, মেঘনা লাইফ ইন্সু্রেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্সু্রেন্স, ও পপুলার লাইফ ইন্সু্রেন্স।
এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দর হারানো শীর্ষ ১০এর প্রায় সবগুলোই ছিল ইন্স্যরেন্স কোম্পানি— প্রাইম ইসলামী লাইফ ইন্সু্যরেন্স, প্রগতি লাইফ ইন্সু্যরেন্স, ভিএফএস থ্রেড, সোনালী লাইফ ইন্সু্যরেন্স, মেঘনা লাইফ ইন্সু্যরেন্স, রূপালী লাইফ ইন্সু্যরেন্স, পপুলার লাইফ ইন্সু্যরেন্স, গত সপ্তাহে ঢাকা স্টকএক্সচেঞ্জে লেনদেনে শীর্ষে ছিল ফু—ওয়াং ফুডস লি, লুবরেফ (বিডি), ডেল্টা লাইফ ইন্সু্যরেন্স, এসোসিয়েটেড অক্সিজেন, সী পার্ল বীচ রিসোর্ট, জেনারেশন নেক্সট, রূপালী লাইফ ইন্সু্যরেন্স, ফু—ওয়াং সিরামিকস, এডিএন টেলিকম, খান ওভেন ব্যাগ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এ ছিল জেনারেশন নেক্সট, ফু—ওয়াং ফুডস, লুবরেফ (বিডি), এমারাল্ড অয়েল, ইনট্রাকো সিএনজি, ফু—ওয়াং সিরামিকস, অলিম্পিক এক্সেসরিজ, বেঙ্মিকো লি, এসোসিয়েটেড অক্সিজেন, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।