গত সপ্তাহজুড়ে পুজিবাজারে ঘটে যাওয়া এবং পুঁজিবাজার নিয়ে প্রকাশিত তালিকাভূক্ত কোম্পানিগুলো সংবাদ থেকে চয়নকৃত কিছু অংশ এখানে উপস্থান করাহলো।
এজিএম এর তারিখ ঘোষনা
গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ইন্স্যুরেন্স খাতের ৪টি কোম্পানির এজিএম তারিখ ঘোষনা করেছে। কোম্পানিগুলো হচ্ছে-
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এর পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২২ তারিখে সমাপ্ত বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এজিএমের তারিখ ২৫ সেপ্টেম্বর ২৩ এবং রেকর্ডের তারিখ ২৭ আগস্ট ২৩।
সান লাইফ ইন্স্যুরেন্স ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য কোন ডিভিডেন্ড দেয়নি। কোম্পানি এজিএম হবে আগামী ১৯ সেম্পেম্বর ২৩ এবং রেকর্ড ডে ঘোষনা করেছে ২৪ আগস্ট ২৩ তারিখে।
চার্টাড লাইফ ইন্স্যুরেন্স এর পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২২ তারিখে সমাপ্ত বছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এজিএমের তারিখ ২৫ সেপ্টেম্বর ২৩ এবং রেকর্ডের তারিখ ২৪ আগস্ট ২৩।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এর পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২২ তারিখে সমাপ্ত বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এজিএমের তারিখ ২১ সেপ্টেম্বর ২০ এবং রেকর্ডের তারিখ ২০ আগস্ট ২৩।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২২ তারিখে সমাপ্ত বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এজিএমের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০ এবং রেকর্ডের তারিখ ২০ আগস্ট ২৩।
লভ্যাংশ প্রদান
ট্রাস্ট ব্যাংক, পিপল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, হোইডেলবার্গ সিমেন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও আইবিবিএল বন্ড কোম্পানিগুলো জানিয়েছে যে তাদের বোনাস শেয়ারগুলি সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা দিয়েছে এবং নগদ লভ্যাংশও বিও একাউন্টে উল্লেখিত ব্যাংক একাউন্টে পাঠানো হয়েছে।
রুপালি ব্যাংক লিমিটেডের প্রথমার্ধে (জানুয়ারি-জুন, ২০২৩) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা।
নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এএ’ আর স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-২’। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এএএ’ আর স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-১’। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর নাম পরিবর্তন হয়ে এখন থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হয়েছে। একটি কাযর্কর হয়ে ৬ আগস্ট ২০২৩ তারিখ হতে।
আগামী ১০ আগস্ট বেলা ৩টায় পুপলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে বাটা সু, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং রূপালী ব্যাংকের।
দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, রেকিট বেনকিজার, আইপিডিসি ফাইন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের।
সাবসিডিয়ারি কোম্পানিতে ১৩ কোটি টাকা বিনিয়োগ করবে জেএমআই হসপিটাল।