সিসিএন ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা কারখানা বন্ধ রয়েছে।
জানা গেছে, গত ২৬ জানুয়ারি থেকে কোম্পানিটির কারখানা বন্ধ রয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
কোম্পানিটি আরও জানিয়েছে, করোনা-পরবর্তী আর্থিক সংকট, বর্তমান বৈশ্বিক নেতিবাচক পরিস্থিতি, কাঁচামালের ঘাটতি এবং গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বর্তমানে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এ কারণে সাময়িকভাবে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।