নাভানা ফার্মার বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি

সিসিএন ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনর (বিএসইসি)। কোম্পানিটির ব্যাংক ঋণ পরিশোধের জন্য এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্ডটি ৮ থেকে ১০ শতাংশ ডিসকাউন্টে বিক্রি করা হবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লক্ষ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে।

এ বন্ডের ট্রাস্টির দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও অ্যারেঞ্জার হিসেবে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।