সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি করবে যমুনা ব্যাংক

সিসিএন ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক যমুনা ব্যাংক পিএলসি নতুন একটি সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) খুলবে। এটি হবে একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) অনুষ্ঠিত যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৯তম সভায় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি প্রতিষ্ঠার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিটি হবে যমুনা ব্যাংকের শতভাগ মালিকানাধীন।

পর্ষদের এ সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে কার্যকর হবে।

সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি প্রতিষ্ঠার এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পুঁজিবাজারে ব্যাংকটির উপস্থিতি আরও বাড়বে। বর্তমানে যমুনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড নামে এ ব্যাংকের একটি ব্রোকারহাউজ এবং যমুনা ব্যাংক ক্যাপিটাল নামে একটি মার্চেন্ট ব্যাংক রয়েছে।

যমুনা ব্যাংক পিএলসি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর পরিশোধিত মূলধন ৮৮২ কোটি টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৪৫ দশমিক ৬৫ শতাংশ এর উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৪ দশমিক ৮১ শতাংশ শেয়ার। আর ৪৯ দশমিক ৩৪ শতাংশ শেয়ার আছে এর সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে।