সিসিএন ডেস্ক : পুঁজিবাজারে প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেডের এক উদ্যোক্তা শেয়ারহোল্ডার শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। অপরদিকে কোম্পানির একটি করপোরেট পরিচালক এই শেয়ার কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, কোম্পানির উদ্যোক্তা শেয়ারহোল্ডার মোহাম্মদ সিরাজুল ইসলাম তার কাছে থাকা ৬৭ লাখ ১৩ হাজার ৫০৬টি শেয়ার থেকে ৩০ লাখ শেয়ার বিক্রি করবেন।
কোম্পানির করপোরেট পরিচালক এনজে হোল্ডিংস ৩০ লাখ শেয়ার কিনবে।
এই শেয়ার বেচা-কেনা ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে।