শেয়ার কিনেছেন অ্যাপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা

সিসিএন ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ১১ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, অ্যাপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা পরিচালক সৈয়দ মনজুর এলাহি কোম্পানিটির আরও ১১ হাজার শেয়ার কিনেছেন। গত সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক একেচেঞ্জে ঘোষণা দেওয়া এই শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের মাধ্যমে কিনেছেন তিনি।

১৯৯৩ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের মোট শেয়ারের ৩১ দশমিক ১৩ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে।