সিসিএন ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে এই কোম্পানি।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক ভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস দিলে কোম্পানি জানিয়েছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেলষণ করলে দেখা যায়, কোম্পানিটির গত ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ শেয়ার দর ছিল ১৫৯ টাকা ১০ পয়সা। কোম্পানিটির শেয়ারের এই দর ০৭ মার্চ, ২০২৪ তারিখে ১৮০ টাকায় উন্নীত হয়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।