সিসিএন ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেড উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির উৎপাদন গত ১২ ফেব্রুয়ারি থেকে বন্ধ আছে।
ডিএসই কোম্পানির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
কী কারণে উৎপাদন বন্ধ করেছে তা জানানো হয়নি। তবে উৎপাদ বন্ধ হলেও মেইনটেন্যান্সসহ অন্যান্য কার্যক্রম চালু আছে বলে জানিয়েছে কোম্পানিটি।
এদিকে আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) সাফকো স্পিনিংসহ আরও ২১ কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি জারি করা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক নির্দেশনার আলোকে এ ব্যবস।থা নেওয়া হয়েছে।