সিসিএন ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস লিমিটেড জানায় অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানতে চাইলে এমনটিই জানায় কোম্পানিটির কর্তৃপক্ষ।
সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে শাইনপুকুর সিরামিকস লিমিটেড জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, শাইনপুকুর সিরামিকসের শেয়ার গত ২৯ জানুয়ারি ছিলো ২৮ টাকা ৩০ পয়সা। আর ০৬ ফেব্রুয়ারি ৪১ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়। অর্থাৎ ৭ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৩ টাকা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।